স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবলেট—যে কোনো স্মার্ট গ্যাজেটই মাঝেমধ্যে নষ্ট হতে পারে। তখন বাধ্য হয়েই সার্ভিসিং সেন্টারে দিতে হয়। আবার অনেকেই পুরোনো ডিভাইস বিক্রি করে নতুন মডেল নেওয়ার পরিকল্পনা করেন। তবে এসব ক্ষেত্রে ডিভাইস অন্যের হাতে দেওয়ার আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সামান্য অসতর্কতায় ব্যক্তিগত ছবি, ভিডিও, ব্যাংকিং তথ্য বা গুরুত্বপূর্ণ নথি অন্যের হাতে চলে যেতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সার্ভিসিং বা বিক্রির আগে প্রথম কাজ হওয়া উচিত সব গুরুত্বপূর্ণ ডাটার ব্যাকআপ নেওয়া। ছবি, ভিডিও, ডকুমেন্ট ও প্রয়োজনীয় ফাইল আলাদা করে পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ বা ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করা উচিত, যাতে পরবর্তীতে প্রয়োজন হলে সহজেই ব্যবহার করা যায়।
ব্যাকআপ নেওয়ার পর ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট করা অত্যন্ত জরুরি। একবার নয়, সম্ভব হলে একাধিকবার রিসেট করলে ডাটা পুনরুদ্ধারের ঝুঁকি অনেকটাই কমে যায়। তবে রিসেট দেওয়ার আগে নিজ হাতে ব্যক্তিগত ফাইলগুলো ডিলিট করে নেওয়া ভালো। বিশেষ করে ব্যক্তিগত ছবি, ভিডিও, ই-মেইল, ব্যাংকিং বা অনলাইন লেনদেন সংক্রান্ত তথ্য ভালোভাবে যাচাই করা প্রয়োজন।
ডিভাইস বিক্রি বা সার্ভিসিংয়ে দেওয়ার আগে হার্ডড্রাইভ বা স্টোরেজ এনক্রিপ্ট করা নিরাপত্তা বাড়াতে সহায়ক। প্রয়োজনে নির্ভরযোগ্য ডাটা ওয়াইপ সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে, যাতে ডাটা স্থায়ীভাবে মুছে যায়। তবে সফটওয়্যার ব্যবহারের আগে সেটি নিরাপদ ও বিশ্বস্ত কি না তা যাচাই করা জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সেবার অ্যাকাউন্ট থেকেও অবশ্যই লগআউট করতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ই-মেইল, অনলাইন ওয়ালেট বা ব্যাংকিং অ্যাপ অনেক সময় অটো লগইন অবস্থায় থাকে। ফ্যাক্টরি রিসেটের আগে এসব অ্যাপের সেভ করা পাসওয়ার্ড ও ডাটা মুছে ফেলা না হলে তথ্য ফাঁসের ঝুঁকি থেকে যায়।
অনেকে স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে আইওটি ডিভাইস যেমন স্মার্ট ক্যামেরা, স্মার্ট লাইট বা অন্যান্য স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করেন। তাই ডিভাইস অন্যের হাতে দেওয়ার আগে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নেওয়া এবং প্রয়োজনে নতুন ডিভাইসের সঙ্গে পুনরায় যুক্ত করা উচিত।
সবশেষে নিশ্চিত হওয়া দরকার যে ব্যবহৃত ডাটা মুছে ফেলার পদ্ধতি সত্যিই কার্যকর হয়েছে কি না। সম্ভব হলে প্রফেশনাল টুল দিয়ে যাচাই করিয়ে নেওয়া যেতে পারে, যাতে নিশ্চিত হওয়া যায় ব্যক্তিগত কোনো তথ্য আর ডিভাইসে অবশিষ্ট নেই।
সিএ/এমআর


