জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি এবার প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য আরও উন্মুক্ত কনটেন্ট তৈরির সুযোগ দিতে যাচ্ছে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, আসন্ন এক আপডেটে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা ‘ইরোটিকা’ ঘরানার কনটেন্ট তৈরি করতে পারবেন।
মঙ্গলবার এক্স–এ (পূর্বে টুইটার) পোস্টে অল্টম্যান লিখেছেন, “আমরা প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চাই।” তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এমন একটি আপডেট আসবে, যা ব্যবহারকারীদের চাইলে বটকে আরও “মানবসুলভ প্রতিক্রিয়া” দিতে সক্ষম করবে। ডিসেম্বর থেকে শুরু হবে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরির ফিচার।
এর আগে, চলতি বছরের আগস্টে ওপেনএআই চ্যাটজিপিটির উত্তরে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছিল, চ্যাটজিপিটি ওই কিশোরকে আত্মহত্যার পদ্ধতি জানিয়েছিল এবং তার ‘সুইসাইড নোট’ লিখে দিয়েছিল।
অল্টম্যান বলেন, “মানসিক স্বাস্থ্য সুরক্ষার কারণে তখন আমরা অনেক সীমাবদ্ধতা এনেছিলাম। এখন আমাদের কাছে এমন প্রযুক্তি আছে যা নিরাপদভাবে এসব ঝুঁকি কমাতে পারে। তাই আমরা ধীরে ধীরে সীমাবদ্ধতা তুলে দিতে পারব।”
সিএ/এমআর