রমজানে শয়তানরা শিকলবন্দি হয়, এটি সহিহ হাদিসে বর্ণিত। তবে কিছু মানুষ এখনও পাপে জড়িয়ে পড়ে।
হাদিস ও ব্যাখ্যা:
- সহিহ বুখারি ও মুসলিমে হজরত আবু হুরায়রা (রা.) থেকে জানা যায়, রমজানে জান্নাতের দরজা খোলা ও জাহান্নামের দরজা বন্ধ হয়, শয়তান শিকলবন্দি হয়।
- তিরমিজি, মুসনাদে আহমাদ ও নাসাঈতে এসেছে, মারাদাহ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী শয়তানদের শিকলবন্দি করা হয়।
শয়তান না হলেও মানুষ কেন পাপে জড়ায়:
১. নিজের নফস বা প্রবৃত্তি
২. দীর্ঘদিনের বদভ্যাস
৩. মানুষের দ্বারা প্ররোচিত কুকর্ম
আলেমদের মত:
- একদল: শিকলবন্দি আক্ষরিক অর্থে
- অন্যরা: রূপক অর্থে, বিশেষ সুরক্ষা দেয় আল্লাহ
রমজানকে শুধুমাত্র রোজার মাস নয়, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস হিসেবে কাজে লাগালে এই রহমতের পূর্ণ সুফল পাওয়া যায়।
সিএ/এমআর


