শবে মেরাজ এক মহিমান্বিত রাত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর কুদরতে মক্কা থেকে জেরুজালেম হয়ে সপ্তম আসমানে পৌঁছান। সেখানে পূর্ববর্তী নবীদের সঙ্গে নামাজে ইমামতি করেন। এরপর আল্লাহর বিশেষ সান্নিধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আদেশ লাভ করেন এবং রাতে মক্কায় ফিরে আসেন।
ইসলামী ইতিহাস ও হাদিস অনুযায়ী, রজব মাসের ২৭ তারিখে সংঘটিত এই ঘটনা। তবে আলেমরা বলেন, এই রাতের জন্য নির্দিষ্ট কোনো উৎসব, বিশেষ নামাজ বা রোজার বিধান ইসলামে নেই। পরবর্তীতে বিভিন্ন দেশে সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন করা হলেও এগুলো ইসলামী বিধান নয়।
শবে মেরাজ মুসলিমদের জন্য ঈমান দৃঢ় করা, নামাজের গুরুত্ব অনুধাবন করা এবং আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের রাত। তবে নির্দিষ্ট দিনে বিশেষ ইবাদত চালু করা বিদআত হিসেবে গণ্য হতে পারে।
সিএ/এমআর


