রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার প্রচলন রয়েছে। তবে এই মাসের শেষ কয়েক দিন রোজা রাখা নিয়ে আলেমদের মধ্যে কিছু দিকনির্দেশনা রয়েছে। তাদের মতে, শাবান মাসের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত নফল রোজা রাখা সুন্নত ও ফজিলতপূর্ণ হলেও শেষ দিকে এসে বিরতি দেওয়া উত্তম।
সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন, কিন্তু রমজান ঘনিয়ে এলে তিনি রোজা বন্ধ করে দিতেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, নবীজি (সা.) শাবানের শেষ পর্যায়ে এসে রোজা রাখা ছেড়ে দিতেন।
আলেমরা বলেন, এর মূল উদ্দেশ্য হলো শাবানের নফল রোজা ও রমজানের ফরজ রোজার মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখা। যাতে ফরজ রোজার আগে শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে না পড়ে এবং রমজানের ইবাদতে কোনো ঘাটতি না হয়।
শাবান মাস মূলত রমজানের জন্য শরীর ও মন প্রস্তুত করার সময়। তাই এই মাসে ইবাদত করা প্রশংসনীয় হলেও তা সুন্নাহর সীমার মধ্যেই হওয়া উচিত। শেষ পাঁচ দিনে রোজা না রেখে বিশ্রাম নেওয়াই অধিকতর উত্তম বলে মনে করেন আলেমরা।
সিএ/এমআর


