সন্তানের প্রথম পাঠশালা হলো মায়ের কোল। একজন মায়ের দোয়া, আদর্শিক জীবন ও নীরব ত্যাগই সন্তানের মানসিক ও নৈতিক গঠনকে প্রভাবিত করে। ইসলামে সন্তানের জন্য মায়ের দোয়ার গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিনটি দোয়া অবশ্যই কবুল হয়—মজলুমের, মুসাফিরের, এবং সন্তানের জন্য মা-বাবার।
মায়ের দোয়া শুধু শব্দ নয়; তার আদর্শিক জীবনও শিক্ষার মাধ্যম। শিশু প্রথমে শোনে না, দেখে। মা যদি সত্যবাদী, ধৈর্যশীল, আল্লাহভীতিশীল হন, তবে শিশু সেই শিক্ষা নিজে আয়ত্ব করে। ইতিহাসে দেখা যায়, ইমাম শাফেয়ি ও ইমাম বুখারির সফলতা মূলত তাদের মায়ের ত্যাগ ও দোয়ার ফল।
আজকের মা ডিজিটাল আসক্তি, নৈতিক অবক্ষয় ও সময়ের স্বল্পতার মধ্যেও সন্তান গড়ে তুলছে। প্রতিটি ধৈর্য ও নীরব কষ্টকে ইসলাম ইবাদতের মর্যাদা দিয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়ের দোয়া ও আদর্শকে ‘অদৃশ্য শক্তি’ হিসেবে মূল্যায়ন করা জরুরি।
সিএ/এমআর


