সুরা: বনি ইসরাঈল, আয়াত: ২১
বিস্তারিত অনুবাদ: লক্ষ করুন, আমরা কিভাবে একদলকে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আখিরাতের মর্যাদা সবসময়ই বৃহত্তর।
দুনিয়াতে মানুষকে বিভিন্নভাবে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কেউ ধনী, কেউ গরিব; কেউ সুন্দর, কেউ কুৎসিত; কেউ শক্তিশালী, কেউ দুর্বল। এ পার্থক্য আল্লাহর ইচ্ছায়।
আখিরাতের মর্যাদা চিরস্থায়ী। ঈমানদারদের শ্রেষ্ঠত্ব দেখা যাবে, যেখানে স্তরগুলো অসীম পার্থক্যের মতো। জাহান্নামের স্তরগুলোও আলাদা হবে। জান্নাতিরা ইল্লিয়্যীন স্তরের দিকে তাকাবে, যেমন দূরের নক্ষত্র দেখা যায়।
সিএ/এমআর


