ইসলামী জ্ঞানচর্চার ইতিহাসে আল্লামা ইবনে কাসির (রহ.) এক গুরুত্বপূর্ণ মনীষী ছিলেন। তাঁর জন্ম সিরিয়ার বসরা নগরীতে ৭০১ হিজরিতে। শৈশবে পিতাকে হারিয়ে তিনি দামেস্কে পরিবারের সঙ্গে গমন করেন। এখানে তিনি প্রাথমিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন।
ইবনে কাসির শাফেয়ি মাজহাবের প্রখ্যাত ফকিহ ছিলেন। তিনি বহু বিখ্যাত আলেমের কাছ থেকে জ্ঞান অর্জন করেন, যেমন ইবনে তাইমিয়া, আবু হাসান আল-মিজ্জি ও ইমাম হাফেজ জাহাবি। তার ছাত্রদের মধ্যে হাফেজ জাইনুদ্দিন ইরাকি, আবু জুরআ ইরাকি ও ইবনুল জাজারি আল মুকরি উল্লেখযোগ্য।
তাঁর গ্রন্থাবলি সমৃদ্ধ। তাফসির শাস্ত্রে ‘তাফসিরুল কোরআনিল আজিম’, ইতিহাস শাস্ত্রে ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ এবং হাদিস শাস্ত্রে ‘জামিউল মাসানিদি ওয়াস সুনান’ অন্যতম। এই সব গ্রন্থে তিনি কোরআন, হাদিস ও ইতিহাস বিশ্লেষণ ও উপস্থাপন করেছেন।
ইবনে কাসির (রহ.) ৭৭৪ সনে শাবান মাসে ইন্তেকাল করেন। তাঁকে দামেস্কের সুফিয়া কবরস্থানে সমাহিত করা হয়, শায়খুল ইসলাম ইবনে তাইমিয়ার পাশেই।
সিএ/এমআর


