পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। অজু মুসলমানের দৈনন্দিন ইবাদতের একটি অপরিহার্য অংশ। নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের আগে অজু করা ফরজ বা আবশ্যক। রাসুল (সা.) অজুর পর একটি বিশেষ দোয়া পাঠের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
দোয়াটি হলো-
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়াবিন ওয়া মিনাল মুতাতাহহিরিন।
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাঁর কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে এই দোয়া পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং সে যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।
সিএ/এমআর


