ইসলামে কারও প্রতি হিংসা, বিদ্বেষ বা রাগ থেকে অমঙ্গল কামনা করা নিষিদ্ধ। হিংসা ব্যক্তি, পরিবার ও সমাজে কলহ এবং অসন্তোষ সৃষ্টি করে। পবিত্র কুরআনে হিংসা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ যে অনুগ্রহ দিয়েছেন, তা হিংসুকেরা গ্রহণ করতে ব্যর্থ হয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হিংসা ভালো কাজকে ধ্বংস করে, যেমন আগুন কাঠকে ভস্মীভূত করে। তাই হিংসা পরিহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে দুই ব্যক্তির প্রতি বিশেষ কারণে ঈর্ষা করা যায়:
১. যার উপর আল্লাহ সম্পদ দিয়েছেন, সে তা হক পথে ব্যয় করছে।
২. যার ওপর আল্লাহ হিকমত (জ্ঞান) দিয়েছেন, সে তা ব্যবহার করে শিক্ষা দিচ্ছে।
কারও প্রতি হিংসা রাখা নিজের নেক আমলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হিংসার বদলে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সহিষ্ণুতা বজায় রাখা উত্তম।
সিএ/এমআর


