হজ ফরজ হওয়ার পরও কেউ যদি নিজে হজ আদায় করতে না পারেন এবং মৃত্যুর আগে বদলি হজ করানোর অসিয়ত করে যান, তাহলে তার পক্ষ থেকে সৌদি প্রবাসী কাউকে দিয়ে বদলি হজ করানো যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে। ইসলামি ফিকহ অনুযায়ী, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের এক-তৃতীয়াংশ দিয়ে যদি তিনি যে দেশে বসবাস করতেন, সেই দেশ থেকেই কাউকে পাঠিয়ে বদলি হজ করানো সম্ভব হয়, তাহলে সেখান থেকেই পাঠাতে হবে। ওই অবস্থায় সৌদি আরব বা অন্য দেশে বসবাসকারী কাউকে পাঠালে বদলি হজ আদায় হবে না।
তবে যদি মৃত ব্যক্তির সম্পদের এক-তৃতীয়াংশ দিয়ে নিজ দেশের কাউকে পাঠানো সম্ভব না হয়, তখন সৌদি আরব বা অন্য যে কোনো দেশ থেকে কাউকে দিয়ে বদলি হজ করানো যেতে পারে।
হজ সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার ফরজ। কোরআনে বলা হয়েছে, “নিশ্চয় প্রথম ঘর, যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, তা মক্কায়। যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য।” হাদিসে দ্রুত হজ আদায়ের তাগিদ দিয়ে বলা হয়েছে, “যে ব্যক্তি হজ্জের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে।”
যার ওপর হজ ফরজ হয়েছে এবং শারীরিক সক্ষমতাও রয়েছে, তার জন্য নিজে হজ করা আবশ্যক। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করলে পরবর্তীতে অক্ষম হয়ে পড়লে বদলি হজ করানো ফরজ হয়ে যায়
সিএ/এমআর


