রমজান ২০২৬ সালের প্রস্তুতি নিয়ে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের ইমামরা উচ্চপর্যায়ের এক বৈঠকে অংশ নিয়েছেন। রমজান ১৪৪৭ হিজরিকে সামনে রেখে এই বৈঠকে সার্বিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়। বৈঠকে দুই হারামের ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার ২০ জানুয়ারি শায়খ অধ্যাপক ড. আব্দুর রহমান আল-সুদাইসের সভাপতিত্বে প্রেসিডেন্সি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রমজানকে কেন্দ্র করে ধর্মীয় কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে ধর্মীয় বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, রমজান মাসে দুই হারামের ধর্মীয় বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে নতুন কৌশল গ্রহণ করা হবে। এটি একটি উন্নয়নমূলক ও সমন্বিত পরিকল্পনা, যার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পদ্ধতিতে ইসলামি দিকনির্দেশনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় হাজিদের সেবা আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় দিকনির্দেশনা কার্যক্রম জোরদার করার পাশাপাশি বহুভাষায় যাচাই করা ইসলামি কনটেন্ট সরবরাহের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা সহজে উপকৃত হতে পারেন।
ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়ার কার্যক্রম আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বৈজ্ঞানিক ও দ্বীনি দারস নিয়মিত আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ইমাম ও খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে, যেখানে কুরআন শিক্ষার হালাকাহ এবং বক্তব্য প্রদানের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।
বৈঠকে রমজানকে ঘিরে পূর্ণাঙ্গ অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এর মাধ্যমে মুসল্লি ও হাজিদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে পৃথক এক সমন্বয় বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশালকে রমজান পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। শায়খ সুদাইস ও গ্র্যান্ড মসজিদের ইমামদের একটি প্রতিনিধি দল তাকে এই বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেন।
সিএ/এসএ


