কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি)। সারাদেশের কওমি মাদ্রাসাসমূহের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) কওমি মাদ্রাসা বোর্ডের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষা বিভাগীয় প্রস্তাবনা অনুযায়ী ২৭ রজব মোতাবেক ১৭ জানুয়ারি শনিবার পরীক্ষা শুরু হয়ে ৪ শাবান মোতাবেক ২৪ জানুয়ারি শনিবার শেষ হবে। এ সময়ের মধ্যে শুক্রবারসহ মোট আটদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিবছর সাধারণত শাবান মাসে কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং পরীক্ষা কিছুটা এগিয়ে নেওয়া হয়েছে।
এদিকে আল হাইয়াতুল উলয়ার দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখও এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত রুটিন অনুযায়ী, এই পরীক্ষা আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) শুরু হয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ হবে।
সিএ/এসএ


