Friday, January 9, 2026
17.8 C
Dhaka

যুদ্ধের গুহা থেকে আল-আজহারের শীর্ষপদে, মানবতার নেতা ড. আহমেদ তৈয়ব

ইতিহাস কিছু মানুষকে কেবল জন্ম দেয় না, সময়ের কঠিন পরীক্ষায় গড়ে তোলে। যুদ্ধ, উদ্বাস্তুতা, স্মৃতি ও সাধনার দীর্ঘ পথ পেরিয়ে তারা হয়ে ওঠে একটি যুগের নৈতিক প্রতিনিধি। শাইখুল আজহার, ইমামুল আকবর ড. আহমেদ তৈয়ব তেমনই এক বিরল ব্যক্তিত্ব, যার জীবন আধুনিক মুসলিম বিশ্বের বেদনা, প্রতিরোধ ও বিবেকের এক গভীর দলিল।

ড. আহমেদ তৈয়ব জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ৬ জানুয়ারি, মিসরের ঐতিহাসিক লুক্সুর অঞ্চলের এক প্রাচীন গ্রামে। নীলনদের তীরবর্তী এই জনপদ শুধু প্রাচীন সভ্যতার স্মৃতি নয়, বরং নবুয়তের উত্তরাধিকার, আলেমদের সাধনা ও ধর্মীয় ঐতিহ্যের ধারক হিসেবেও পরিচিত। এই পরিবেশেই তার চিন্তা ও মননে বিশ্বাস, জ্ঞান ও মানবিকতার বীজ রোপিত হয়।

তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর। এই পরিচয় তার জীবনে গৌরবের প্রদর্শনী নয়, বরং দায়িত্ব ও দায়বদ্ধতার উপলব্ধি তৈরি করেছে। এই বংশীয় উত্তরাধিকার তাকে শিখিয়েছে বিনয়, ন্যায়বোধ এবং মানুষের প্রতি গভীর দায়িত্বশীলতা।

তার শৈশব কেটেছে অস্থির সময়ের মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ তখনো কাটেনি, আর মধ্যপ্রাচ্য প্রবেশ করছিল নতুন সংঘাতের অধ্যায়ে। ১৯৫৬ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় তিনি ছিলেন এক শিশু। বোমার শব্দ ও বিস্ফোরণের আতঙ্ক থেকে বাঁচতে তাকে আশ্রয় নিতে হয়েছিল পাহাড়ের গুহায়। সেই গুহা কোনো কল্পনার প্রতীক নয়, বরং যুদ্ধের নির্মম বাস্তবতা, যেখানে একটি শিশুর চোখে সহিংসতা তার প্রকৃত রূপে ধরা দিয়েছিল।

এই অভিজ্ঞতা তার জীবনকে ভেঙে না দিয়ে আরও দৃঢ় করে। সেখান থেকেই তার ভেতরে জন্ম নেয় এই উপলব্ধি যে, শক্তি দিয়ে মানুষকে দমন করা যায়, কিন্তু ন্যায় ও জ্ঞান ছাড়া মানবতাকে টিকিয়ে রাখা যায় না। এই বোধই তাকে আল-আজহারের পথে পরিচালিত করে, যেখানে তিনি ইসলামকে আবিষ্কার করেন ভারসাম্য, প্রজ্ঞা ও মানবিকতার এক পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে।

দীর্ঘ অধ্যয়ন, আত্মসংযম ও সাধনার মাধ্যমে ড. আহমেদ তৈয়ব নিজেকে গড়ে তোলেন এমন এক আলেম হিসেবে, যিনি ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থেকেও সময়ের বাস্তবতাকে অস্বীকার করেন না। তার চিন্তায় কোরআন ও সুন্নাহর গভীরতা যেমন রয়েছে, তেমনি রয়েছে আধুনিক বিশ্বের জটিলতা অনুধাবনের সক্ষমতা।

এই দৃষ্টিভঙ্গিই তাকে আল-আজহারের শীর্ষ নেতৃত্বে নিয়ে আসে। হাজার বছরের বেশি পুরোনো এই প্রতিষ্ঠানকে তিনি সমকালীন বিশ্বের সঙ্গে সংলাপে যুক্ত করেছেন। শাইখুল আজহার হিসেবে তার ভূমিকা কেবল প্রশাসনিক নয়; তা নৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

ধর্মের নামে সহিংসতা, চরমপন্থা ও বিকৃত ব্যাখ্যার বিরুদ্ধে তিনি সব সময় স্পষ্ট ও আপসহীন অবস্থান নিয়েছেন। তার কণ্ঠে ইসলাম প্রতিশোধের ভাষায় কথা বলে না; কথা বলে ন্যায়, দয়া ও সহাবস্থানের বার্তা নিয়ে। আন্তধর্মীয় সংলাপ, মানবিক সহনশীলতা ও বিশ্বশান্তির প্রশ্নে তিনি আজ মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নৈতিক কণ্ঠস্বর।

আশির কোঠায় পা দিয়ে ড. আহমেদ তৈয়ব আজ কেবল আল-আজহারের শাইখ নন, তিনি এক সময়ের বিবেক। যুদ্ধের গুহায় আশ্রয় নেওয়া সেই শিশুটি আজ আল-আজহারের মিনার থেকে বিশ্বমানুষের উদ্দেশে শান্তি ও মানবতার আহ্বান জানান।

তার জীবন মনে করিয়ে দেয়, প্রকৃত নেতৃত্ব ক্ষমতার করিডরে জন্ম নেয় না। তা জন্ম নেয় স্মৃতির ভার, সহনশীলতার সাধনা এবং মানুষের জন্য কিছু করার নিঃশব্দ অঙ্গীকার থেকে। ইতিহাস তাই তাকে শুধু একজন আলেম হিসেবে নয়, এক যুগের নৈতিক কণ্ঠস্বর হিসেবেই স্মরণ করবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

দেশের সমুদ্র সৈকতে হবে সিনেমা প্রদর্শনী

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের আদলে এবার বাংলাদেশের সমুদ্র সৈকতেও...

ছোট পর্দার অভিনেতার মজার অনুতাপ

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ফেসবুকে একটি ভিডিওবার্তায়...

জ্যাক রায়ান সিরিজের কল্পকাহিনি, বাস্তবে মিল

মাঝে মাঝে কল্পকাহিনি বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়। জনপ্রিয় ওয়েব...

মৃতদের জন্য সওয়াব পৌঁছানোর পদ্ধতি

মৃত্যুর পর কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলেই...

রোগমুক্তির জন্য কোরআনে বর্ণিত দোয়া

হজরত আইয়ুব (আ.) ছিলেন সম্ভ্রান্ত ও ধনসম্পদে সমৃদ্ধ একজন...

অবৈধ ইটভাটার বিরুদ্ধে লালপুরে কঠোর পদক্ষেপ

নাটোরের লালপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাতটি অবৈধ...

উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

আগামী রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া চার...

দেশে সোনার দাম কমল, রুপারও হ্রাস

দেশের বাজারে একসাথে সোনা ও রুপার দাম কমেছে। এবার...

বর্তমানে রাজাকার নেই, আখতারুজ্জামানের মন্তব্য

জামায়াতে ইসলামীর নেতা ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন,...

শীতের তীব্রতা কেন বাড়ে, হাদিসের ব্যাখ্যা

শীতের তীব্রতা কেন বাড়ে, হাদিসের ব্যাখ্যা ১️⃣ সহজ ভাষায় সংক্ষিপ্ত...

৩০০ অসহায় ও শীতার্ত মানুষ পেলো নতুন শীতবস্ত্র

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) উদ্যোগে...

টিকটক মোবাইলের জন্য নির্মম পরিকল্পনায় জড়িত দুই আসামি

মৌলভীবাজার সদর উপজেলায় জাকির হোসেন নামের এক দিনমজুরকে গলা...

ঢাবিতে শেখ পরিবারের নামে থাকা ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসহ শেখ পরিবারের...

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী রিজার্ভে গুরুত্বপূর্ণ পরিবর্তন

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) কর্তৃক আমদানি বিল পরিশোধের পর...
spot_img

আরও পড়ুন

দেশের সমুদ্র সৈকতে হবে সিনেমা প্রদর্শনী

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের আদলে এবার বাংলাদেশের সমুদ্র সৈকতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেমা প্রদর্শনী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করতে...

ছোট পর্দার অভিনেতার মজার অনুতাপ

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ফেসবুকে একটি ভিডিওবার্তায় নিজের অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি একটি পডকাস্টে অংশ নিয়ে তার প্রেমজীবনের কথা...

জ্যাক রায়ান সিরিজের কল্পকাহিনি, বাস্তবে মিল

মাঝে মাঝে কল্পকাহিনি বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’-এর একটি দৃশ্য নেটদুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম...

মৃতদের জন্য সওয়াব পৌঁছানোর পদ্ধতি

মৃত্যুর পর কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলেই মানুষের পরবর্তী জীবনের অবস্থান অনেকটাই নির্ধারিত হয়। যারা কবরের এই ধাপটি সহজে অতিক্রম করতে সক্ষম...
spot_img