একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমদ। তবে, ফলাফলের সময় গতি স্বাভাবিক থাকবে। বুধবার (১৯ ডিসেম্বর) ফলাফল ব্যবস্থাপনায় নিয়োজিতদের প্রশিক্ষণকালে তিনি এসব কথা বলেন।
ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, মোবাইল নেটওয়ার্কের গতি কমানো, ভোটের দুই দিন আগে ইন্টারনেটের গতি কমিয়ে ফোরজি থেকে টুজিতে নামানো, ভোট কেন্দ্রের ৪০০ গজের ভেতরে গণমাধ্যমকর্মীরা যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিয়ে আলোচনা হয়।