শেখ মেহবুবা মৈত্রী
বিদেশে মাটিতে আমাদের বাংলাদেশের হয়ে নাম করেছে এরকম বাঙালীর অভাব নেই। তার মধ্যে বর্তমান প্রজন্মের কাছে যে কয়েকটা নাম সবচেয়ে বেশি জনপ্রিয় তার মধ্যে রয়েছে সালমান খান, সাবিরুল ইসলাম ও নাফিস বিন জাফর। এই তিন তরুণ বাংলাদেশী দেশের জন্য অঢেল সম্মান বয়ে এনেছেন।
সালমান খান গোটা পৃথিবীর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অনলাইন এডুকেশনাল অর্গানাইজেশন খান একাডেমির প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠানটি পৃথিবী জুড়ে সম্পূর্ণ বিনামূল্যে সকল শিক্ষার্থীদের শিক্ষা দান করে থাকে। আমেরিকায় অনেক স্কুলেই ছাত্র ছাত্রীদের খান একাডেমির ওয়েবসাইটের মাধ্যমে পড়ানো হয় থাকে।
সাবিরুল ইসলাম, একজন অনন্য প্রতিভাধর তরুণ লেখক এবং উদ্যোক্তা। ২০১১ সাল হতে তিনি পৃথিবীর ৭০০ এর বেশি ইভেন্টে তিনি বক্তব্য রেখে যাচ্ছেন তার Inspire1Million campaign এর উদ্দেশ্য সফল করার জন্য।
নাফিস বিন জাফর, তার সবচেয়ে বড় অর্জন ছিল ২০০৭ সালে, Pirates of the Caribbean: At World’s End সিনেমাটির জন্য তিনি Scientific and Technical Academy Award পান। যা কোনো বাংলাদেশি হিসেবে প্রথম। অর্জনে বাংলাদেশি একসময় পিছিয়ে থাকলেও সাম্প্রতিক কালে বাঙালিদের অর্জন পৃথিবীর জনগণ কে অভিভূত করেছে।