Monday, April 28, 2025
28 C
Dhaka

জনগনের নিত্যদিনের সঙ্গী যানজট

দীপু সরকার

এ দেশের জনগনের কাছে একটি অতি পরিচিত ও অসহ্য যন্ত্রণাদায়ক শব্দ যানজট। যানজট জাতীয় জীবেন অভিশাপ স্বরূপ। দেশের বেশ কয়েকটি স্থানে এ সমস্যা প্রকট, বিশেষ করে ঢাকা শহের বেড়েই চলেছে যানজট সমসার তীব্রতা। বাসা থেকে বের হওয়া মানেই যানজটের সম্মুখীন হওয়া। ঢাকা শহরে যানজট সমস্যার বেশ কয়েকটি কারণ ও রয়েছে, জনসংখ্যা বৃদ্ধি যেন এর অন্যতম প্রধান একটি কারণ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা যেন বছরের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে।
জনসংখ্যা বৃদ্ধি এর অন্যতম কারণ হলেও সারা বছর অতিরিক্ত রাস্তা খুঁড়াখুঁড়ি যানজটের জন্য দায়ী। এ যেন উন্নয়নের নামের অবনতির নতুন পদক্ষেপ। যানজট নিরসনে মেট্রো-রেল তৈরির পদক্ষেপ গ্রহন করলেও সেই মেট্রো-রেল তৈরির প্রক্রিয়ার জন্য এখন অনেক রাস্তাতেই তৈরি হয় বিশাল যানজটের। যা নিরসনে নেই কোন পদক্ষেপ। রাজধানী ঢাকায় যানজটের আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত প্রাইভেটকারের উপস্থিতি। রাস্তার যানবাহনের প্রায় ৮০ শতাংশ হচ্ছে প্রাইভেটকার। কোন কোন পরিবারে ৩/৪ টি প্রাইভেটকার রয়েছে। রোড লাইসেন্স দেওয়ার সময় কর্তৃপক্ষ এই সব বিবেচনায় আনে বলে মনে হয় না। একটি পরিসংখ্যান মতে, গত দশ বছরে শুধু রাজধানীতে যানবাহন বেড়েছে দুই লাখ বার হাজার একশত তিনটি। একটি রিপোর্টে দেখা যায় যে, রাজধানীর মোট রাস্তার ৫৪.২ শতাংশ জায়গা দখল করে রাখে প্রাইভেটকার।

প্রশ্ন জাগে প্রাইভেটকারের সংখ্যা বৃদ্ধির কারণ কি? কারা রাতারাতি এত টাকার মালিক হলেন?
যানজটের আরও একটি কারণ হচ্ছে শহরের মধ্যে ট্রেন চলাচল। মগবাজার, মালিবাগ, খিলগাঁও, সায়দাবাদসহ ২০ টি ক্রসিং পয়েন্টে প্রতিদিন ৭২ টি ট্রেন চলাচল করে। এতে প্রায় ৬ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও দেখা যায় যে, অনেক ফুটপাত চলাচলের অযোগ্য হওয়ায় পথচারীগণ রাস্তায় নেমে আসে। ফলে গাড়ির গতি শ্লথ হয়। আবার যেখানে সেখানে গাড়ি থামানো যানজটকে আরো তীব্র করে তুলেছে। ঢাকা এখন জনসমুদ্র। ধারন ক্ষমতার চেয়ে অনেকগুণ বেশি মানুষ ঢাকা শহরে বাস করে। বিভিন্ন কারণে সকলে যানবাহনের সহযোগিতায় যাতায়াত করে। ঢাকা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা ( যেমনঃ শাহাবাগ, বাংলামোটর, বিজয় সরনি, আগারগাও, মগবাজার, মালিবাগ, গুলিস্থান ) যেন যানজটের আঁতুড়ঘর। এই যানজটের মূলে রয়েছে গাড়ি চালকদের অজ্ঞতা, রিকশার আধিক্য, ট্রাফিক নিয়ন্ত্রকের উদাসীনতা, ট্রাফিক আইন মেনে না চলা, জেব্রা ক্রসিং এবং ফুটওভারব্রিজ ব্যবহার না করা। যার কারণে প্রতিনিয়ত যানজট সমস্যা ভয়াবহ রূপ ধারণ করছে। আবার যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা রাজপথ ব্যবহার করেন, তখন আশেপাশের সকল রাস্তাতো বন্ধ করে দেওয়া হয়ই, সাথে ফুটপাতগুলোও বন্ধ করে দেওয়া হয় যাতে পথচারীরা চলাচল করতে না পারে। যার ফলে সৃষ্টি হয় যানজটের।

রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, যার জন্য কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছানো যায় না। এমনকি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িগুলো সময়মত নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে না বলে অসংখ্য জীবনের অবসান ঘটে এবং ক্ষয়-ক্ষতি হয় কোটি কোটি টাকা। যা আমাদের মতো দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যানজটের ফলে বছরে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হচ্ছে এবং ৩২ লাখ কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাজধানীতে চলাচলকারী যানবাহনগুলো গড়ে ৭ ঘণ্টা আটকে থাকে, ফলে যাত্রীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

এ ভয়াবহ যানজট সমস্যা থেকে পরিত্রান পেতে হলে সরকারকে অতি দ্রুত যথাযথ কঠোর আইন প্রয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কেননা এ সমস্যার ফলে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসছে ধীরে ধীরে। শুধু সরকারের একার পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। তাহলেই এই ভয়াবহ সমস্যা হতে আমরা মুক্তি পেতে পারি।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img