জনপ্রিয় সংগীতশিল্পী বারী সিদ্দিক গত ১৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ১৮ নভেম্বর ভোররাত থেকে ঢাকার স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। তার শরীরের দুটি কিডনীই বিকল। গত দুই বছর ধরে তিনি কিডনী সমস্যায় ভুগছেন। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর থেকে ফিরে আসার পর রাতে হৃদরোগে আক্রান্ত হন এবং এর পরপর অচেতন হয়ে পড়েন। তাকে ইবনে সিনা হতে স্কয়ারে স্থানান্তর করা হয়।
গুণী এই শিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে শুয়াচান পাখি, পূবালি বাতাসে, আমার গায়ে যত দুঃখ সয়, মানুষ ধরে ভজো।
-চ্যানেল আগামী প্রতিবেদক