মুন্সিগঞ্জের সিরাজদিখানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ফেরদৌস (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফেরদৌস উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম মাতবরে পুত্র ও বালুচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বুধবার(৩০ এপ্রিল) দুপুর দুইটায় তার নিজ বাড়ি চরপানিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন। তিনি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অধিকতর উন্নত করার লক্ষ্যে এ অভিযান পরিচালান করে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।