ইভান পাল
গত ১৭ই ডিসেম্বর, সোমবার চট্টগ্রামের হাটহাজারি রোডস্থ বালুছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী (লায়ন্স জেলা ৩১৫ বি~৪) ও লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী (লিও জেলা ৩১৫ বি~৪) এবং “৫২” সংগঠনের যৌথ উদ্যোগে গরীব ও দু:স্থদের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এসময় প্রায় দুইশ জনের মতো গরীব ও দু:স্থ মানুষদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ডিটিই ক্যাম্প ( চক্ষু শিবির) সেবা প্রদান করা হয়।
সেবামূলক উক্ত অনুষ্ঠানটিতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন — লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সচিব লায়ন মোহান্মদ মুসা এবং লায়ন একরামুল হক ভুঁইয়া।।
আর উক্ত অনুষ্ঠানে লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী( স্পন্সরড বাই লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী, লিও জেলা ৩১৫ বি~৪) থেকে উপস্থিত ছিলেন– লিও ইভান পাল, লিও দীপ্ত বিশ্বাস, লিও মোহাম্মদ তানভীর হোসাইন এবং লিও খালেদ মোশারফ।।
উল্লেখ্য, “৫২” হচ্ছে চট্টগ্রামের বালুছরা এলাকার একটি সেবামূলক সংগঠন। এই সেচ্ছাসেবামূলক সংগঠনটি ইতোমধ্যেই তাদের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের জন্য দেশীয় বিভিন্ন পুরষ্কার অর্জন করতে সক্ষম হয়েছে।।