মোঃ মেহেদী হাসান, (গাইবান্ধা)
বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা ও জেলা তথ্য অফিস গাইবান্ধা, গণ যোগাযোগ অধিদপ্তর,তথ্য মন্ত্রনালয় এর যৌথ আয়োজনে মোট ১৫ টি ষ্টলের অংশগ্রহনে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমান উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে ২ দিন ব্যাপি আয়োজিত মেলার গত (১৮ এপ্রিল) বুধবার সকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব গৌতম চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রশিদা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস বেগম, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সদর থানা অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার প্রমুখ।
এছাড়াও নারী উন্নয়নে সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম) পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় শিশু ও নারীর অধিকার, বাল্য বিয়ে, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ,জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও শিশুর মানসিক বিকাশে সচেতনতা সৃষ্টির লক্ষে গাইবান্ধায় অনুষ্ঠিত হচ্ছে শিশু মেলা ২০১৮ ।