ফারহানা ইসলাম
গ্রীক পুরাণের কিংবদন্তী পক্ষীরাজ ঘোড়া। কিংবদন্তি আছে গ্রীক বীর পারসিয়াস এই ঘোড়ায় চড়ে উদ্ধার করেন ইথিওপিয়ার রাজকন্যা এন্ড্রোমিডাকে। দেবতাদের রাজা জিউসের বিজলী ও বজ্রবাহকও ছিল এটি। কথিত আছে জিউসের নির্দেশে অলিম্পাস থেকে বিজলী আনতে গিয়ে গ্রীক বীর বেলারফন এর কাছে ধরা পড়ে এই ঘোড়াটি। জিউসের অনুমুতি ছাড়াই অলিম্পাসের চূড়ায় চড়তে চেয়েছিলেন বেলারফন। কিন্তু বিনা অনুমুতিতে কারো অনুপ্রবেশ জিউসের পছন্দ হয় নি। তাই জিউসের পাঠানো একটা পোকার কামড়ে পেগাসাস লাফিয়ে উঠলে বেলারফন পৃথিবীতে পড়ে মারা যান আর এই দিকে লাফিয়ে থাকা অবস্থায় জিউস পেগাসাসকে স্থান দেন আকাশে। হ্যা শরতের কোন এক সন্ধ্যায় মেঘমুক্ত আকাশে তাকালে প্রথমেই আমাদের যে জিনিসটি চোখে পড়ে তা হল পেগাসাসের বর্গ।