” সত্যচর্চা ”
– নূরজাহান অলব্রাইট
সত্য সহায়,
সত্য না হয়
বিদ্রোহীদের মুখ;
সত্য যা হয়,
সত্যেরই জয়
সত্যতে সব সুখ।
জীর্ণ জরায়,
শীর্ণ গোঁড়ায়,
মিথ্যা সেসব কথ্য;
নিম্ন ধরায়,
বর্ণচোরায়,
সত্য খোঁজে পথ্য!
অত্যাচারীর অম্লযোগে,
সত্য যে আজ ভগ্ন;
অষ্টতালের সপ্ত বেগে
মিথ্যা ছড়ায় নগ্ন।
নষ্টপথের,
ধূর্ত রথের,
সওয়ার কেবল মিথ্যা;
ব্যস্ত বেগের
ত্রস্ত শহর,
সস্তা অনু-রথ্যা।
সত্য ধর,
সত্য গড়,
সত্যতে সব হয়;
মিথ্যা ছাড়ো,
মিথ্যা কারো
কর্মে সহায় নয়।