Home সাহিত্য বুক রিভিউ ‘একদিন সূর্যের দিন’ নাসির খানের প্রথম সন্তান

‘একদিন সূর্যের দিন’ নাসির খানের প্রথম সন্তান

0

বর্তমান সময়ের জনপ্রিয় লেখক নাসির খানের প্রথম বই ‘একদিন সূর্যের দিন’। নাসির খান লেখালেখি করছেন দীর্ঘদিন যাবত। অনলাই আর অফলাইন মিলিয়ে তৈরি হয়েছে প্রচুর ভক্ত। নাসির খানের গল্প পড়ে কেঁদে বুক ভাসানোর ঘটনাও ঘটেছে বহুবার। পাঠকদের কাছে একটি আস্থার নাম ‘নাসির খান’।

 

 

নাসির খান বলেন – ” দীর্ঘ আট বছর ধরে লেখালেখি করছি। আট বছর কিন্তু অল্প সময় না। জানার জন্য, বোঝার জন্য, নিজেকে তৈরি করার জন্য যথেষ্ট সময়।

ব্যতিক্রম অবশ্যই আছে। কেউ আট জনমেও পরিশীলিত হয় না। আবার কেউ আট মিনিটেও অনেক কিছু বুঝে ফেলে।

মানুষে মানুষে নির্ভর করে এটা।

 

লেখালেখির প্রথম বছর থেকেই বই বের করার অফার পেয়েছি। আমার জিহ্বায় লালা আসেনি। কারণ আমি শুরু থেকেই জানি লেখক আসলে হওয়া যায় না। লেখক কেমন কেমন করে যেনো ন্যাচারালি হয়ে যায়।

তাই নিজেই নিজেকে কিছু ক্রাইটেরিয়া ধরিয়ে দিয়েছি। নিজেকে বলেছি, ‘নাসির, এগুলো ফলো করো। ধীরে চলো।’

ধীরেই চলেছি।

 

ক্রাইটেরিয়া পূরণ হয়েছে।

তুলনা করতে গেলে হয়তো নিজেকে একটু বড় করেই তুলে ধরতে পারতাম। পুরো ছোটোলোক হলাম না। আধা আধা থেকেই এটুকু বললাম মাত্র।

 

পুরো লেখালেখি জীবনে অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। উৎসাহ নিজেই নিজেকে দিলেও অন্যদের উৎসাহ প্রচণ্ডভাবে কাজে লেগেছে। আমি নাসির আসলে অদ্ভুত একজন।

আমার রঙ বদলায়। আমার চেহারা বদলায়। গায়ের রঙ বদলায়। উত্থানপতনে দেখেছি আমি কখনো পূর্ব থেকে চমৎকার লিখেছি। আবার কখনো আমার পূর্বের লেখাকে ছাড়িয়ে যেতে পারিনি।

 

অসংখ্য মানুষের প্রশ্ন পেয়েছি এতো বছরে। আমার উপন্যাস আছে কিনা? আমার বই আছে কিনা? আমার কতগুলো বই আছে? আমার বই কবে বের হবে?

নানা প্রশ্ন। স্বাভাবিকভাবে উত্তর দিয়েছি। 

 

এখন সময় এসেছে। আমাকে ভালোবাসবার, আমাকে উৎসাহ জোগাবার, আমাকে এগিয়ে নেবার দায়িত্ব এখন তাদের হাতে, যারা আমাকে বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে ভালোবেসেছে। 

আমার লেখা যাদের কোনো না কোনোভাবে ভালো লাগে, যারা পড়েন না অথচ আমাকে পছন্দ করেন, তাদের সময় এবার।

 

যারা আমার কাছে নতুন গল্প পড়তে চেয়েছে। যাদের জন্য আমি কষ্ট করে লিখে লিখে পত্রিকায় দিয়েছি, ফেসবুকে দিয়েছি, এবার সময় তাদের।”

 

বইমেলার আগেই শেষ হয়ে গিয়েছে ‘একদিন সূর্যের দিন’ – এর প্রথম মূদ্রণ। দ্বিতীয় মূদ্রণ আসবে বইমেলায়। পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করা নাসির খান নতুন এই বইয়ের মাধ্যমে আরো উচ্চতায় চলে যাবেন বলে আমাদের বিশ্বাস।

বইটি প্রকাশ করেছে ‘রোদেলা প্রকাশনী’। পাওয়া যাবে ৪৬২,৪৬৩,৪৬৪,৪৬৫ নম্বর স্টলে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version