Wednesday, January 28, 2026
17 C
Dhaka

সাবা সিদ্দিকা সুপ্ত এর গল্প “অন্ধাস্তিত্ব”

অন্ধাস্তিত্ব

সবে আর পনের কি বিশ সেকেন্ড আছে হাতে নিজের জীবনের জন্য। বাম পা’টা বাড়িয়েই এগুনো শুরু করলো তিথি। সময়টা ঠিক সন্ধ্যা। আকাশের গোল জিনিসটাকে ‘চাঁদ’ নামের কিছু মনে না হলেও পরক্ষণেই ও বুঝতে পারলো সেটা পূর্ণিমা। আলোতে অন্ধকারের ঘনত্ব ক্রমশ বেড়ে উঠছিল যা বোধ হয় “রো”- কেও হার মানিয়েছিল। হয়ত কিছুক্ষণ পরই তিথি থাকবে না, আবার থাকতেও পারে। ওর ইচ্ছে করছিল চাঁদের আলোটাকে টুপ করে নিভিয়ে দিতে। চাচ্ছিল না সেখানে ও আর পাহাড়টা ছাড়া আর কেউ থাকুক।
শরীরটাকে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো তিথি। এক পা, দু পা করে পাহাড়ের ধারে এগিয়ে যেতে থাকলো। ঠিক যেভাবে এগিয়ে যেতে চেয়েছিল জীবনের প্রত্যেকটি সফলতার দিকে। কিন্তু এ যে অন্যরকম সফলতা। মৃত্যুকে ও চ্যালেঞ্জ করেছিল, মৃত্যু ওকে গ্রহণ করুক আর নাই করুক ও মৃত্যুর আঁচল ছাড়বে না। পাহারের ধারে দশ সেকেন্ডের মধ্যে পৌছেও গেলো ও। ত্রিশ তলা সমান পাহাড়টা থেকে নিচে তাকিয়ে একটুও মাথা ঘোরালো না, পা’টা কাঁপল না। কী করবে ও এখন?! “গুডবাই আর্থ” বলে চিৎকার দেবে!! কিন্তু এই নাটকীয়তাটা কি না করলেই চলছিল না! একটু পরেই যা হতে চলেছে সেটাই তো তিথির জীবনের সবচেয়ে বড় নাটক, যার কাছে সমস্ত এ্যাকটিং ফিকে পরে যায়।
আর এক পা বাড়ালেই অভিকর্ষের টান পড়বে। ভূমি ওকে নিজের সঙ্গে আলিঙ্গন করতে চাইবে। কিন্তু নাহ, এটা সুইসাইড না।
বাঞ্জি জাম্প, জীবনের সবচেয়ে নাটকীয় ভ্রমণ; যেখানে তিথি ওর সব না পারাগুলোকে জয় করবে। যেখানে তিথি একটা বাঞ্জি জাম্প করার আগে ইমোশনালী কথাগুলো ভেবে পা বাড়াচ্ছে, সেখানে হয়ত কিছু মেয়ে জীবনের প্রতি বিতৃষ্ণায় সুইসাইড করার আগে এই কথাগুলোই ভাববে। সেই মেয়েটা হয়তো অন্যের থেকে হাজার গুণে ব্রিলিয়্যান্ট। সফলতার চূড়ান্ত সীমায় পৌছানোর ঠিক আগ মুহূর্তে যখন একটা মেয়ে দেখতে পায় যে, সে মেয়ে হয়ে ব্রিলিয়্যান্ট বলে তার ছেলে ক্লাসমেটকে এই নিয়ে তিরস্কার করা হচ্ছে তখন তার সফলতার পেছনে হাজারটা সাপোর্ট থাকা সত্ত্বেও মনের একটা যায়গা ভেঙে যায়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে হরমোন নিঃসরিত হয়, জীবণকে খুবই গুরুত্বহীন বলে মনে হয়। তবে কি এই কথাটা শোনার জন্যই বেঁচে থাকা, এত পরিশ্রম, এত জানা!
পনের জনের মধ্যে দশ জন ছেলের পাঁচ জন মেয়ের প্রতি এক্সট্রা রেসপেক্ট পারতপক্ষে দেখতে ভালো হলেও তা কি আদৌ অপমানের নয়! এর মানে কি এই নয় যে, মেয়েরা দুর্বল বলে তাদেরকে আলাদাভাবে রেসপেক্ট করার আইন জারী করে দেওয়া হয়েছে! কই, কোন মেয়ের জন্য তো এমন কোন রুল তৈরি হয়নি যে যানবাহনে কোন পুরুষ সহযাত্রী দাঁড়িয়ে যাত্রা করলে তাকে উঠে বসতে দিতে হবে। তবে মানবিকতার ব্যাপারটা আলাদা। অনেকে মানবিকতার ধারও ধারে না। লোক দেখানোর উদ্দেশ্যে কিংবা নিজের ইমেজ লেভেল বাড়াতে নিজের সিট ছেড়ে দেয় এরা।
নিম্নবিত্ত পরিবারে অনেক কষ্ট করে ডাক্তারি পড়া মেয়েটিকে যখন বলা হয়, “ছুড়ি, কাঁচি দিয়ে মানুষের চামড়া কেটে আর কি হবে?? বিয়ের পর স্বামীর সেবাই তো তোমার আসল কাজ”, তখন কি তার সব চেষ্টা বিফলে যায় না!!
তবে মেয়েরা, তোমাদের দৃষ্টিটাকে খোল। নিজেকে জান, নিজেকে জানো, নিজেকে শেখো। অন্ধত্বকে পেছনে মাড়িয়ে বাঞ্জি জাম্প দিয়ে প্রমাণ করে দাও নিজের অস্তিত্বকে।

লেখা:  সাবা সিদ্দিকা সুপ্ত

spot_img

আরও পড়ুন

চা বনাম কফি: স্বাস্থ্যগত দিক

আমরা চা ও কফি—দুই-ই পান করি। কিন্তু অনেক সময়...

ডিএনসিসিতে শিশু অধিকার রক্ষায় গোলটেবিল বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর আগে সুবিধাবঞ্চিত ও...

সত্যবাদিতা ও ইসলামী রাজনৈতিক নৈতিকতা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয়...

চকরিয়ায় বিএনপির পথসভায় ভোটের গুরুত্বের বার্তা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম যার...

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে জলপাই তেল

শীত শেষের দিকে ত্বকের শুষ্কতা এখনো অনেকের জন্য সমস্যা।...

ডিম ও মাংস গরম করার সঠিক নিয়ম

মাইক্রোওয়েভ ওভেনে কোন খাবার কোন পাত্রে গরম করা হবে,...

সামরিক ও মানবিক কাজে ড্রোন ব্যবহার বৃদ্ধির লক্ষ্য

বাংলাদেশ বিমানবাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনাল...

মুমিনের অন্তর প্রশস্ত ও পবিত্র রাখার গুরুত্ব

ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটি সৌন্দর্য, আদব ও পূর্ণাঙ্গ...

শিশুর মানসিক বিকাশে ওবাইটোরির গুরুত্ব

জাপানি দর্শনের ওবাইটোরি ধারণা শিশুদের মানসিক ও ব্যক্তিগত বিকাশে...

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়ে...

নভোচারীদের নিরাপত্তায় নতুন গবেষণা

চাঁদে মানুষ যখন প্রথম পা রেখেছিল, তা ছিল ইতিহাসের...

নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা...

আলেম ও গবেষক ইবনে কাসিরের জীবন

ইসলামী জ্ঞানচর্চার ইতিহাসে আল্লামা ইবনে কাসির (রহ.) এক গুরুত্বপূর্ণ...

দই খাওয়ার সময় সচেতনতা জরুরি

দই দীর্ঘদিন ধরে পরিচিত খাদ্য হলেও আজও অনেক ভুল...
spot_img

আরও পড়ুন

চা বনাম কফি: স্বাস্থ্যগত দিক

আমরা চা ও কফি—দুই-ই পান করি। কিন্তু অনেক সময় ভাবি কোনটি স্বাস্থ্যসম্মত। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। কফির অনেক গুণ রয়েছে, তবে...

ডিএনসিসিতে শিশু অধিকার রক্ষায় গোলটেবিল বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর আগে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার সুরক্ষায় একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘সেইফগার্ডিং দ্য রাইটস অব ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন অ্যাহেড...

সত্যবাদিতা ও ইসলামী রাজনৈতিক নৈতিকতা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি দিককে নৈতিকতার আলোকে পরিচালিত করার নির্দেশ দেয়। ইসলামের অন্যতম মৌলিক নীতি হলো সত্যবাদিতা।...

চকরিয়ায় বিএনপির পথসভায় ভোটের গুরুত্বের বার্তা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তিনি উল্লেখ করেন, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবার সনাতন ধর্মাবলম্বীসহ...
spot_img