অপেক্ষা
একটা দুটো তিনটে করে বেশ অনেক কটা প্রদীপ জ্বলছে,
আমার সন্ধ্যায়,
আমার দালানে,
তবু অন্ধকার কাটেনি।
ঢাউস গ্যাস বেলুনে করে আমি উড়িয়েছি প্রদীপ
আতশবাজির ঝলমলে আলো ছড়িয়ে পড়েছে দিগ্বিদিক
ইট খসে যাওয়া দালানের ছাদে রেলিংয়ে পা ঝুলিয়ে বসে
অবাক চোখে দেখেছি নগরীর আলোকছটা
প্রদীপের শিখার আলোর উচ্ছ্বাস,
গোধূলিতে আবিরমাখা উৎসবের ঘ্রাণ।
তবু অন্ধকার কাটেনি।
টিমটিমে মরিচাবাতির জলসায়
জানালার কড়িবর্গার ছায়াগুলো যেন নর্তকী
অপেক্ষা শুধু তোমার নূপুরের ঝুনঝুন তালের
সিঁদুরে বাতাসে আমি পাঠিয়েছি নিমন্ত্রণ
তুমি এসো,
এসো আমার দীপাবলির সন্ধ্যায়।
যারীন তাসনিম
ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ,আজিমপুর
দশম শ্রেণি