Monday, April 28, 2025
26 C
Dhaka

তিতলু, পর্ব – ০৫

জুবায়ের খান

Date- 9 April, 2003

আমি তিথি ।
ক্লাস নাইনে পড়ি । আমার বয়স পনেরো । খুব সুন্দর করে কিভাবে ডায়েরি লিখতে হয় তা আমি জানিনা কিন্তু লিখছি কারণ যে কথাগুলো কাউকে বলে শান্তি পাওয়া যায়না সেগুলো লিখে শান্তি । ডায়েরিতে কিছু লিখা মানে নিজের সাথেই নিজে কথা বলা । আমি আমার সাথেই কথা বলছি । এই কথাগুলো আমি আমার মায়ের কাছে শুনেছি । আম্মু প্রায়ই বলতেন কোন মানুষ কে বিশ্বাস করে কিছু বলার চেয়ে ডায়েরি লেখা ভালো কারণ মানুষ বিশ্বাস ঘাতকতা করতে পারে কিন্তু ডায়েরি তা পারেনা । আজ আম্মুকে খুব মিস করছি । প্রায় একমাস হলো মা মারা গেছেন তবুও কেন যেন বিশ্বাস হচ্ছে না । মনে হচ্ছে এখনই আম্মু বলে ডাক দিলে মা পিছন থেকে সাড়া দিবেন । আর আমি বলবো, আম্মু কই ছিলে এতদিন ? তুমি জানো ? তিতলুটা আমাকে এই কয়েকদিন খুব বিরক্ত করেছে । খাবার খেতে চাচ্ছে না । আব্বু ফল এনে দিয়েছে তবুও খেতে চায় না । সারাদিন আম্মু যাব আম্মু যাব বলতে থাকে । তুমি চলে আসো আম্মু তুমি চলে আসো । ইশশ সত্যিই যদি আম্মু আমার এই আবেদন শুনে চলে আসতো ?
আব্বু এ কয়েকদিন কেমন কেমন যেন হয়ে গেছেন । খুব বেশি কথা বলেন না । খালি আমার আর তিতলুর দিকে তাঁকিয়ে থাকেন । আব্বুকে দেখতে খুব অসহায় লাগে । মন বলে আব্বুর সাথে বসে কিছুক্ষন গল্প করি কিন্তু পারিনা । কোনো এক অজানা জড়তা মনে এসে ভির করে।

প্রথম পৃষ্ঠা পড়ে তিতলু বড় একটা ধাক্কা খেল । চিঠিতে মেয়েটির ছোট ভাইয়ের নাম তিতলু । তার নিজের নামও তিতলু । ছবিতেও দুজনের যথেষ্ঠ মিল । তিতলু নিজেকেই নিজে প্রশ্ন করলো, তাহলে কি তিথি আমার বোন ?
তিতলুর কাছে সবকিছু অগোছালো লাগতে শুরু করেছে । সে বিশ্বাস করে উঠতে পারছে না যে তার এক বোন আছে । বোন আছে ভাবতে তিতলুর হালকা ভালোও লাগছে আবার ভয়ও লাগছে । তিতলু ডায়েরিটি নিয়ে বিছানায় বসে পড়লো । তাড়াহুরো করে পৃষ্ঠা উল্টিয়ে দেখলো আরো একটি দিনলিপি ।

20 April , 2003

আজ খুব সকালেই আব্বু বাহিরে গিয়েছেন । দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা । আর এখন রাত । আব্বু বাসায় ফেরেন নি । আমার খুব টেনশন হচ্ছে । আব্বু কখনই বাসায় ফিরতে এতো দেরি করেন না । আর ফুফুর বাসায় উঠার পর তো তা একেবারেই না । একটু আগে ফুফু বিলাপ করে খুব জোরে জোরে কেঁদে বলেছেন, তিথিরে !! না জানি তোদের কপালে কি আছে । মা মরে তো বেঁচে গেছে । বাবারও কোনো খোজ নাই । তোদের কি হবে রে তোদের কি হবে …
তিতলু বারান্দায় একা একা খেলছে । ওর কোনো টেনশন নেই, কোনো বিরক্ত নেই । ইশশ বাচ্চা হওয়ার কত সুবিধা না ? চারপাশে কি হচ্ছে তা নিয়ে কোনো মাথাব্যাথা থাকে না । তিতলুটার উপরে আমার হিংসাই হচ্ছে । সময় যত গড়াচ্ছে আমার টেনশন ততই বাড়ছে । আমি এখন ঘুমাতে যাব । আশা করি আব্বু রাতের মধ্যে চলে আসবেন ।

এখন সকাল দশটা । সারারাত ঘুম হয়নি । টেনশনে কার ঘুম আসে ? রাত ভরে যত আজে বাজে কল্পনা মনে ঘুরে বেড়িয়েছে । আব্বু যদি চলে যায় আমাদের একা ছেড়ে আম্মুর মত ? পুরো রাত জেগে জেগে আব্বুর জন্য অপেক্ষা করেছিলাম ।
সকাল হলেও আব্বু আসলেন না । আমার কান্না পাচ্ছে । তিতলুটা আবার ঘুমিয়েছে ।

আজ পাঁচদিন হলো আব্বুর কোনো খবর নেই । বাবার জন্য বুকের ভেতর টা হু হু করছে । তিতলুটা আধো আধো মুখে বলে, তিতিপু তিতিপু আবু যাবো । প্রতিরাতে আমার কান্না পায় । আব্বু কি তাহলে মায়ের মতই চলে গেলেন ? ফুফুর কথাও শুনতে আর ভালো লাগে না । গতকাল বললেন, মনে হয়না তোদের বাবা আর কখনও ফিরে আসবেন । দেনাদার রা ধরে নিয়ে মেরেই ফেলেছে নাকি দেনার ভয়ে সে দেশান্তরই হয়েছে কে জানে । আমি গরীব মানুষ, তোদের কিভাবে পালবো ? আমারও তো সংসার আছে ।
খুব অবাক লাগছে এই ভেবে যে এই ফুফুই সেই রাতে বাবার জন্য এতো কেঁদেছেন । হঠাৎ করেই বদলে গেলেন । তার দূর্বলতা প্রকাশ করে আমাদের কে বিদায় দিতে চাইছেন ।

সপ্তাহ পার হয়ে গেলো আব্বু বাসায় আসলেন না । দেনাদার রা আগেও এসে বাবার খোজ করতো কিন্তু এখন রোজ এসে বাবার খোজ করেন । আমাদের জন্য সামনে খারাপ কিছু একটা অপেক্ষা করছে আমি নিশ্চিত।
তিতলুটা কলিং বেলের শব্দ পেলেই দরজার দিকে ছুটে যায় । ছুটে যাওয়ার সময় খালি বলতে থাকে বাবা এসেছে বাবা এসেছে । দরজা খোলার পর বাবাকে না পেলে কেঁদে উঠে । ওর কান্না দেখে আমারও কান্না পায়। দেনাদার রা আগেই আমাদের বাড়ি দখল করেছে তবুও বাবার খোজ করে যান । তাঁদের কাছে বাবার খোজের ব্যাপারে জিজ্ঞাস করলে বলে, তোর বাপ কই ? সত্য কইরা বল ! নাইলে পুলিশ নিয়া আমু ঘরে।
ফুফা প্রায়ই রাগারাগি করেন । তিনি এখন আমাদের বোঝা মনে করেন ।

তিতলু পরপর অনেকগুলো পৃষ্ঠা পড়লো । চোখে এখন তার অশ্রু জমে গেছে । বেসিন থেকে মুখ ধুয়ে সে আবার ডায়েরি নিয়ে বসে পরবর্তী পৃষ্ঠা পড়ে ।

27 May, 2003

আমি এখন তিতলুকে নিয়ে পাড়ার এক চাচির ঘরে উঠেছি । চাচি বস্তিতে থাকেন । ফুফার রাগ যখন চরমে উঠেছিল তখন তিনি ফুফুকে দিয়ে বলিয়েছেন যেন আমরা চলে যাই । ফুফুই এই চাচির বাসায় দিয়ে গেছেন । চাচিকে তিনি বলে গেছেন প্রতিমাসে আমাদের মাসিক খরচ দিয়ে যাবেন । চাচি সেই শর্তে আমাদের থাকতে দিতে রাজি হন । মাস শেষ হয়েছে অনেকদিন হলো কিন্তু ফুফু আর আসেন না ।
তিতলুটা প্রতিরাতে আমার বুকের উপর উঠে জড়িয়ে ধরে এমন ভাবে শুয়ে থাকে যেন ওকে কেউ আলাদা করতে পারবে না।

চলবে…

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img