Home সাহিত্য এখন আমি

এখন আমি

0

মালিহা আক্তার

যখন আমি ছোট্ট ছিলাম
একটু ছিলাম দুষ্ট
মা’কে ভারি জ্বালাতাম আর
করতাম খুব অতিষ্ট।
খাবার যখন খেতাম না
আর করতাম দোড়াদৌড়ি
মা বলতো, ” একটু দাঁড়া,
আনছি আমি দড়ি”।
বাবা যখন অফিস থেকে
আসতো সন্ধ্যে বেলা
তার সঙ্গেই হতো আমার
ঘোড়া দৌড়ের খেলা!
যখন আমি বড় হলাম
একটু হলাম ভদ্র
আমার জন্য মায়ের চিন্তা
একটু হলেও কমলো!
এখন আমি ইশকুলে যাই
বন্ধু আমার অনেক!
মার সাথে আর হয় না কথা
আগের মতো অনেক!
বাবা এখন বাসায় এসে
খাবার খেয়ে ঘুম!
আমি তখন গান শুনছি
“ধুমমা চালে ধুম!”
তাদের সাথে এখন আমার
হয় না কথা তেমন
ব্যস্ততার এই মাঝে
জীবন চলছে যেমন তেমন!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version