“আমি নাকি এই দেশের নাগরিক,
আমারও আছে নাকি পরিচয় পত্র- এন আইডি।
ভোট চাই দোয়া চাই,
নির্বাচন আসলে শুনতে পাই!
ও-ভাই
আমিও নাকি এই দেশের নাগরিক।
ভোট নাকি আমার অধিকার,
আসলেই কি পেয়েছে
সবাই- সবার অধিকার?
ও-ভাই
জানতে খুব ইচ্ছে হয় আমার।
কত লোক এলো, ভোট নিয়ে গেলো,
জিতে গিয়ে তাদের চেহারা
আর দেখা নাহি গেলো,
এটা কেমন হলো!
খুব জানতে ইচ্ছে হয়,
আজো কি পেয়েছি- ভোটের অধিকার?
কত প্রার্থী বলেছিলো, দিয়েছিলো কথা
ঘুচে দিবে আমাদের দুঃখ ব্যাথা,
কেটে গেলো বছর- কেউ রাখেনি কথা।
ও-ভাই
আবার কে বাড়িতে এসে সালাম দিলো,
এই কি সেই বেটা!
আর নয় মিছে কথা
লম্বা সালাম ভুলে,
দল নয়- যোগ্য প্রার্থীকে
আমার ভোট আমি দিবো।
ভোট আমার অধিকার- জেনে রাখো বেটা।