Home লাইফস্টাইল ভ্রমণ মুক্তাগাছা সাইক্লিস্টস-এর প্রথম রাইড সম্পন্ন

মুক্তাগাছা সাইক্লিস্টস-এর প্রথম রাইড সম্পন্ন

0

মেহেদী(ময়মনসিংহ):- “বাল্যবিবাহ কে না বলি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুক্তাগাছা সাইক্লিস্টস আজ তাদের প্রথম রাইড সম্পন্ন করেছে।

মুক্তাগাছা পৌরসভা থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে মালতিপুর হয়ে বেগুনবাড়ি স্টেশন পর্যন্ত ছিল আজকের গন্তব্য।

মুক্তাগাছা সাইক্লিস্টস এর প্রায় ২৫ জন সদস্য আজ রাইডে অংশগ্রহণ করেছে,অনেকেই বিভিন্ন সমস্যার কারনে আজ আসতে পারেনি।

রাইড শেষে প্রতিষ্ঠাতা,মুক্তাগাছা সাইক্লিষ্ট মোঃ জান্নাতুল নাঈম চঞ্চল বলেন, আলহামদুলিল্লাহ,সবাই সুস্থ্যভাবে রাইড সম্পন্ন করে একত্রে আবার ফিরে আসেছি,এটি শুধু সাইক্লিস্ট গ্রুপ হিসেবেই ই নয়, এখানে সবাই সবার সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো ।

সময় স্বল্পতার মাঝেও বেশ উপভোগ্য ছিল আজকের রাইড।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version