অনলাইনে আয় করতে ইচ্ছুক অনেকেই দ্বিধায় ভোগেন—কোথা থেকে শুরু করবেন, কী শিখবেন এবং কত সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও নিয়মিত চর্চার মাধ্যমে মাত্র ৩০ দিনেই কয়েকটি কার্যকর স্কিল শেখা সম্ভব, যা দিয়ে ঘরে বসে আয় করা যায়।
ক্যানভা ডিজাইন, কপিরাইটিং, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, নোশন টেমপ্লেট তৈরি, বেসিক ওয়েব ডিজাইনসহ একাধিক স্কিল বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটে চাহিদাসম্পন্ন। এসব স্কিল শেখার জন্য বড় বিনিয়োগের প্রয়োজন নেই। ইন্টারনেট সংযোগ, একটি ডিভাইস এবং প্রতিদিন নির্দিষ্ট সময় অনুশীলনই যথেষ্ট।
বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে একটি স্কিল বেছে নিয়ে সেটিতে দক্ষতা অর্জন করা জরুরি। এরপর ছোট একটি পোর্টফোলিও তৈরি করে ফাইভার, আপওয়ার্ক বা সামাজিক যোগাযোগমাধ্যমে কাজের প্রচার করলে ধীরে ধীরে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। শুরুতে কম পারিশ্রমিকে কাজ করলেও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়ও বাড়ে।
নিয়মিত চর্চা, আত্মবিশ্বাস ও ধৈর্য থাকলে অনলাইনে আয় শুধু স্বপ্ন নয়, বাস্তব সম্ভাবনায় পরিণত হতে পারে।
সিএ/এমআর


