শুকনো বা ফাঁকা মাথার চুল ঢাকার জন্য অনেকেই মেহেদি ব্যবহার করেন। শুধু রঙের জন্য নয়, চুলে জেল্লা বা স্বাভাবিক চকচকানি ফিরিয়ে আনার জন্যও মেহেদি জনপ্রিয়। তবে প্রশ্ন হলো, শুধুই মেহেদি ব্যবহার করলে কি নতুন চুল গজায়? কেশচর্চা বিশেষজ্ঞদের মতে, মেহেদি নিজে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে না। নতুন চুল গজানোর জন্য মেহেদির সঙ্গে অন্যান্য উপাদান মেশালে ফল বেশি পাওয়া যায়।
মেহেদির সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিডের কারণে চুলের স্বাস্থ্য ভালো থাকে। লেবুর রস মেহেদির রং গাঢ় করতে সাহায্য করে, খুশকি কমায় এবং চুলের পিএইচের সমতা বজায় রাখে।
অপরদিকে আমলকি চুলের জন্য অপরিহার্য ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট সরবরাহ করে। এটি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে চুল পড়া নিয়ন্ত্রণ করে এবং হেয়ার ফলিকলে পুষ্টি পৌঁছে নতুন চুল গজাতে সহায়তা করে। এছাড়া মেহেদির লালচে রং আরও প্রাকৃতিকভাবে গাঢ় হয় আমলকির সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে।
রুক্ষ চুলে কোমলতা আনতে মেহেদির সঙ্গে টক দই ব্যবহার করা যেতে পারে। টক দই চুলের আর্দ্রতা বজায় রাখে, হেয়ার ফলিকল মজবুত করে এবং শুষ্ক স্ক্যাল্পের সমস্যা কমায়। মাথার ত্বকের ময়েশ্চার ব্যালান্স ঠিক থাকলে নতুন চুলও গজায়।
যদি মাথার ত্বক স্পর্শকাতর হয়, তাহলে মেহেদির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করা যায়। অ্যালোভেরা জেল শুষ্ক স্ক্যাল্প, খুশকি ও রুক্ষ চুল নিয়ন্ত্রণে সহায়তা করে এবং চুলের পিএইচের সমতা বজায় রাখে।
বিটের রসও মেহেদির সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুলে লালচে আভা আসে, স্ক্যাল্পে সেবাম নিয়ন্ত্রণ হয়, খুশকি কমে এবং হেয়ার ফলিকল শক্তিশালী হয়। এই উপাদানগুলো চুলের পুষ্টি দেয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
সিএ/এএ


