২০২৫ সালে শনিবারের প্রকাশনায় পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল জীবনঘনিষ্ঠ স্বাস্থ্য পরামর্শ, অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প, ভ্রমণ অভিজ্ঞতা, স্থাপত্য, বিজ্ঞান ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্যভিত্তিক লেখা। বছরজুড়ে প্রকাশিত শনিবারের লেখাগুলোর মধ্যে পাঠসংখ্যার বিচারে শীর্ষে উঠে এসেছে এমনই দশটি লেখা, যেগুলো পাঠকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্বাস্থ্যবিষয়ক লেখার মধ্যে সবচেয়ে বেশি পড়া হয়েছে দিনে কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক—এই প্রশ্নকে কেন্দ্র করে লেখা প্রতিবেদনটি। এতে মানবদেহের স্বাভাবিক বর্জ্য নির্গমন প্রক্রিয়া, প্রস্রাব চেপে রাখার ঝুঁকি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একইভাবে কলা খেলে ঠান্ডা লাগে কি না—এই বহুল প্রচলিত ধারণার বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাঠকের কৌতূহল জাগিয়েছে।
স্থাপত্য ও ভ্রমণবিষয়ক লেখার মধ্যেও পাঠকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নারায়ণগঞ্জে ‘চাবি’ নামের একটি বাড়ির নকশা করে আর্ক এশিয়া স্থাপত্য পুরস্কার ২০২৫-এ স্বর্ণপদক অর্জনের গল্পটি যেমন পাঠককে আকৃষ্ট করেছে, তেমনি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত স্টোন মাউন্টেইনের ইতিহাস ও বৈশিষ্ট্য নিয়ে লেখা ভ্রমণকাহিনিও ব্যাপকভাবে পঠিত হয়েছে।
অনুপ্রেরণামূলক ব্যক্তিজীবনের গল্পের মধ্যে অস্ট্রেলিয়ায় কর্মী থেকে শতাধিক রেস্তোরাঁর মালিক হওয়া মোহাম্মদ শামীমের জীবনসংগ্রাম এবং বিসিএস ভাইভার পর বাবাকে ফোন করে বলা ‘আজ থেকে আর রিকশা চালাতে হবে না’—এই আবেগঘন মুহূর্তের গল্প পাঠকদের গভীরভাবে নাড়া দিয়েছে।
এ ছাড়া ওজন কমলেও ভুঁড়ি না কমার কারণ, পদ্মা নদীতে কায়াক চালিয়ে রাজশাহী থেকে চাঁদপুর যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা, গভীর সমুদ্রের মাছ ধরার জাহাজের প্রধান বাবুর্চি থেকে কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা শহীদ সরদারের গল্প এবং ফ্রিজের ওপর কোন কোন জিনিস রাখা বিপজ্জনক—এমন তথ্যভিত্তিক লেখাগুলোও শনিবারের পাঠকপ্রিয়তার শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে।
এই দশটি লেখা মিলেই ২০২৫ সালে শনিবারের পাঠাভ্যাস ও পাঠকের আগ্রহের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে, যেখানে তথ্য, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার সমন্বয়ই ছিল মূল আকর্ষণ।
সিএ/বিই


