Thursday, December 11, 2025
19 C
Dhaka

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাঃ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও গ্রহণ করা হবে। ভোট হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা সময়জুড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের দিন ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, আর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং তা শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশের ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই সরকারের ১৬ মাস পর তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

গত বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপিসহ কয়েকটি দল দাবি জানায়। পরে ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এরপর ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিষয়ে দুজন সম্মত হন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকার ও ইসি প্রস্তুতি নেয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। আজ সিইসি সেই তারিখ চূড়ান্ত করেন।

ইসিতে নিবন্ধিত ৫৬টি দলই দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে। তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই তারা অংশ নিতে পারবে না। অন্য নিবন্ধিত দলগুলো অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া যোগ্য যে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।

গত বছরের ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। এ কমিশনের অধীনে এটাই প্রথম জাতীয় নির্বাচন ও গণভোট। একই দিনে দুটি ভোট গ্রহণকে সময় ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সে কারণে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার জানিয়েছে, তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সিএ/এএ

spot_img

আরও পড়ুন

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান ফয়েজ হামিদকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, রাজনৈতিক...

শিশু সাজিদের মৃত্যু

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে গুরুতর...

কঠোর ইসি, ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে প্রচার সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হওয়ার...

ভোটকেন্দ্র ৪৩ হাজার, ভোটার ১২ কোটি ৭৬ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন...

লা লিগায় নিষেধাজ্ঞা পেল রিয়ালের চার খেলোয়াড়

লা লিগার চলতি মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ বাকি।...

হামজাকে দলে টানতে চায় বার্সেলোনা

মিশরের উদীয়মান ফুটবল প্রতিভা হামজা আবদেলকারিমকে দলে ভেড়াতে আগ্রহ...

আসিফ–মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, স্বাধীন তদন্তের দাবি

রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সদ্য উপদেষ্টা পরিষদ থেকে...

চরম সংকটে পাকিস্তানের টেক্সটাইল খাত

পাকিস্তানের সুতা ও তুলাভিত্তিক টেক্সটাইল খাত দেশটির ইতিহাসে সবচেয়ে...

গণভোট : প্রাথমিক বিদ্যালয়ে প্রচারণার নির্দেশনা বাতিলের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে...

রাজশাহীতে গর্তে পড়ে নিখোঁজ শিশুকে খুঁজে পাচ্ছে না উদ্ধার দল

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ হওয়া দুই বছরের...

ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দাখিল

ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায়...

আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসছেন : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন...

ভোটের আগে ছায়া সংঘাত বরিশালে

ভোটের সময় ঘনিয়ে এলেই রাজনৈতিক উত্তাপ বাড়ে—এটাই স্বাভাবিক। তবে...
spot_img

আরও পড়ুন

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান ফয়েজ হামিদকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সামরিক আদালত ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। পাকিস্তানের ইতিহাসে এই...

মেসির সঙ্গে ছবি তুলতে খরচ প্রায় ১০ লাখ রুপি, হায়দরাবাদে ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’ নিয়ে তুমুল উত্তেজনা

ভারতের হায়দরাবাদে Lionel Messi–কে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে কাছ থেকে দেখার অপেক্ষা শেষ হচ্ছে শনিবার। ‘দ্য গোট...

শিশু সাজিদের মৃত্যু

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে গুরুতর আহত হওয়া শিশু সাজিদ অবশেষে মারা গেছে। গর্তে আটকে পড়ার পর তাকে জীবিত উদ্ধার করে...

কঠোর ইসি, ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে প্রচার সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কঠোর অবস্থানে গেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী— তফসিল ঘোষণার পর যেসব...
spot_img