আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সোমবার (১৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ওই দিন একযোগে প্রকাশ করা হবে।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ড জানিয়েছে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।
এছাড়া প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও প্রতিষ্ঠানসমূহ তাদের ফলাফল ডাউনলোড করতে পারবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া www.rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে এবং পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
গত ২৬ জুন থেকে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এতে অংশ নেয়। পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের ধারাবাহিকতা এবারও বজায় থাকছে।
সিএ/এমআর