এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এস এম সিয়াম সানী (২৩), পিতা: মোঃ আঃ হামিদ চৌধুরী, গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮:৪৮ ঘটিকার সময় সাভার থানাধীন নিউ মার্কেট/অন্ধ মার্কেট এলাকা থেকে তার একটি গুরুত্বপূর্ণ মূল নম্বরপত্র (মার্কশিট) হারিয়ে ফেলেছেন।
হারিয়ে যাওয়া দলিলের বিবরণ:
- দলিলের ধরন: মাধ্যমিক (SSC) পরীক্ষার নম্বরপত্র (মার্কশিট)।
- রেজিস্ট্রেশন নং: ১৪১০৪২৫৩৬১
- শিক্ষাবর্ষ: ২০১৫-১৬
- প্রতিষ্ঠানের নাম: সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়।
- ফলাফল (GPA): ৫.০০ (বিজ্ঞান বিভাগ)।
উক্ত নম্বরপত্রটি হারানোর বিষয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করা হয়েছে।
জিডি নম্বর: ২২৪৬
তারিখ: ২৪/১২/২০২৫
যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত নম্বরপত্রটির সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
যোগাযোগ:
এস এম সিয়াম সানী
মোবাইল: ০১৪০৭০৭৮১৮১
সিএ/জেএইচ


