Thursday, January 8, 2026
22.9 C
Dhaka

পর্দার পেছনে যারা কাজ করে গেছেনঃ অক্ষয় কুমার মৈত্রেয়

ফারহানা ইসলাম

নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশ ঐতিহাসিকগণ যখন তাদের লেখায় নবাব কে নির্দয়,উদ্ধত,সেচ্ছাচারী হিসেবে তুলে ধরে কলঙ্কিত করেছিল তখন সর্বপ্রথম ১৮৯৮ সালে অক্ষয় কুমার “সিরাজউদ্দৌলা” গবেষণা মূলক বইয়ে তাদের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন।

১৮৬১ সালের মার্চের ১লা মার্চ পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন সমাজ সেবক, আইনকর্মী,এবং একজন ইতিহাসবেত্তা। এছাড়াও সাহিত্য, ভাষা, সংস্কৃতি, চিত্রকলা ও প্রত্নতত্ত্ব বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়াও প্রযুক্তিতেও তার অবদান ছিলো অনেক।

অক্ষয়কুমার বাংলাদেশে প্রযুক্তি শিক্ষার উদ্যোক্তা ছিলেন। তিনি ইউরোপের শিল্পবিপ্লব এবং তাদের উন্নতি বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন। তিনি বিশ্বাস করতেন যে আধুনিক শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশের বিশেষ কোনো উন্নতি হবে না। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে রাজশাহী রেশম শিল্পের জন্য বিখ্যাত ছিল। এ সময় বিশ্বের বিভিন্ন এলাকায় রাজশাহী থেকে রেশম রপ্তানি হতো। ওলন্দাজ, ইংরেজ ও ফরাসিসহ বহিরাগত অনেকেই রাজশাহীতে রেশম ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উন্নত প্রযুক্তির অভাবে রাজশাহীর রেশম চাষ ও শিল্প ক্ষতিগ্রস্ত হতে থাকে, রপ্তানিও কমতে থাকে। অক্ষয়কুমার এই অবস্থার উন্নতিকল্পে জেলা পরিষদের সহযোগিতায় এবং স্থানীয় জমিদারদের আর্থিক অনুদানে রাজশাহীতে ১৮৯৮ সালে একটি রেশম স্কুল প্রতিষ্ঠা করেন। অক্ষয়কুমার নিজে রেশম স্কুলের সম্পাদক ও শিক্ষক ছিলেন। কৃষি বিষয়ে উচ্চশিক্ষাপ্রাপ্ত সীতানাথ গুহ ছিলেন প্রধান শিক্ষক। উভয়ের প্রচেষ্টায় স্কুলের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এ স্কুলে গুটিপোকার উন্নত বীজ এবং তা থেকে সুতা প্রস্তুত, সুতা রং করে বস্ত্র তৈরির নতুন প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হতো। রেশম স্কুলের সাহায্যে অদক্ষ শ্রমিকদের উপযুক্ত শিক্ষা দিয়ে দক্ষ বা যুগোপযোগী করে তোলা হতো। বিদ্যালয়ের সফলতায় রাজশাহী থেকে গুটিপোকার বীজ রপ্তানি বেড়ে যায়, এখান থেকে জাপান, ইতালি, ইংল্যান্ড এবং উপমহাদেশের নানা স্থানে বীজের চালান যেতে থাকে। অযোধ্যার মহারাজ রামপাল সিং পণ্ডিত শীতল প্রসাদ উপাধ্যায়কে এ বিদ্যালয়ে প্রশিক্ষণের জন্য পাঠান, ফিরে গিয়ে শীতলপ্রসাদ অযোধ্যায় নয়টি রেশম কারখানা চালু করেন। অক্ষয়কুমার শিল্পে প্রযুক্তির প্রয়োগ বিষয়ে তখনকার পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি করেন। রেশম শিল্পের উন্নয়ন এবং জাতীয় শিল্পের বিস্তারে অক্ষয়কুমারের দৃষ্টান্তে রবীন্দ্রনাথ শিলাইদহে রেশম চাষ শুরু করেন, যদিও উদ্যোগটি বেশি দূর এগোতে পারেনি। তবে রশম স্কুলের ধারণা থেকেই রবীন্দ্রনাথ ১৯২২ সালে শ্রীনিকেতনে বয়ন বিদ্যালয় চালু করেন।

অক্ষয়কুমারের প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞানের জন্য সারা ভারতে স্বীকৃত হন। ১৯০০ সালের ৩১ জানুয়ারি হিন্দুরঞ্জিকা পত্রিকায় প্রকাশিত নিচের সংবাদটি এই স্বীকৃতির উত্তম উদাহরণ হিসেবে তুলে ধরা হলো।

“”তাতার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ও অক্ষয় বাবু। পার্শী ধনকুবের মিঃ জেমশেঠজী তাতা একটি বৈজ্ঞানিক বিশ্ববিদ্যালয় সংস্থাপনের জন্য গবর্মেন্টের হাতে ৩০ লক্ষ টাকা প্রদান করিয়াছেন। উক্ত বিদ্যালয়ে কি প্রণালীতে শিক্ষাদান আবশ্যক, তা সম্বন্ধে শিক্ষা বিভাগের ডিরেক্টর শ্রীযুক্ত পেডলার সাহেব রাজশাহী সেরিকালচারাল স্কুলের মাননীয় শিল্প……[অস্পষ্ট] শ্রীযুক্ত বাবু অক্ষয়কুমার মৈত্র বি, এল মহাশয়ের অভিমত জানিতে চাহিয়াছেন। তিনি শীঘ্রই তাহার অশেষ পাণ্ডিত্যপূর্ণ সুদীর্ঘ মন্তব্য গবর্মেন্টের সমীপে পেশ করিবেন। আমরা তাহার মতামতের সংক্ষিপ্ত মর্ম্ম সঙ্কলন করিতেছি, বরান্তরে তাহার অবিকল অনূদিত পাঠ উদ্ধার করিবার ইচ্ছা রহিল:-

“আমাদের দেশের শিক্ষিত যুবকদের জ্ঞান কার্য্যক্ষেত্রে প্রকাশিত হইবার অবসর পায় না তাহার প্রধান কারণ যে, তাহাদের সে জ্ঞান শুধু কলমেই সীমাবদ্ধ থাকে তাহাতে চর্চ্চা রাখিবার উপায় নাই। যদিও বা দুই এক জন কোন নতুন শিক্ষা তত্ত্ব আবিষ্কার করিতে সমর্থ হন। কিন্তু তাহার আনুসাঙ্গিক অবশ্য প্রয়োজনীয় কলকারখানাদির অভাবে তিনি তাহা শুধু লেখনী মুখে ব্যক্ত করিয়াই জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করেন। জ্বদিচ সে নবাবিস্কৃত তত্ত্ব বৈদেশিক শিল্প ব্যবসায়ীর হস্তে পড়িয়া তাহাদের ধনাগমের পথ সুপ্রশস্ত এবং সঙ্গে সঙ্গে আমাদের নিরুৎসাহী ও দারিদ্র্যাবর্দ্ধন করিয়া থাকে। আমাদের মস্তিষ্কের ফল তাহারা উদারে উপভোগ করেন।

ইউরোপের জার্ম্মানী, সুইজারল্যান্ড গভর্নমেন্ট যেমন তত্রত্য অধিবাসীবৃন্দকে “হাতে কলমে” শিক্ষাদান করিয়া থাকেন, তোমাদেরও [ভারত গভর্নমেন্ট] কর্তব্য আমাদিগকে সেই প্রণালীতে শিক্ষাদান করা। পূর্বাপর আমাদের ঈদৃশ অনুযোগের উত্তরে তোমরা টাকার অভাব প্রদর্শন করিয়া আমাদের মুখবন্ধ করিয়াছিলে। কিন্তু এখন সে আপত্তি করিলে চলিবে না। আমাদেরই একজন স্বদেশ বন্ধু এই সৎকার্য্য জন্য বহু লক্ষ টাকা প্রদান করিতেছেন। এ অর্থ যদি কেবল কলমের কুফল প্রসবিনী শিক্ষাতেই ব্যয়িত হয় তবে মনে করিতে হইবে তাহার অসদ্ব্যবহার হইয়াছে। আপাতত আমাদের দেশে একদেশদর্শিনী লেখনী-শিক্ষায় কোনো ফল হইবে না। কলম-জ্ঞান আমাদের যথেষ্ট হইয়াছে—অন্ততঃ যে টুকু হইয়াছে তাহাতেই হাতের কার্য্য কিছু কিঞ্চিৎ চলিতে পারে। এস্থলে অক্ষয় বাবু, আত্ম-অভিজ্ঞতা হইতে দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন। আমি নিজে অতি সামান্য সামান্য যন্ত্র ও দ্রব্য সংযোগে যে সকল রাসায়নিক বর্ণবৈচিত্র এবং সুমেদুর কৌষেয়-তত্ত্ব আবিষ্কার করিয়াছি। তাহা হইতে কলমের জ্ঞান যে আমাদের যৎ-সামান্যও নাই তাহা বুঝা যায় না। পরন্তু, সুবৃহৎ যন্ত্রাদি এবং সুপ্রশস্ত কারখানা পাইলে, এই তত্ত্বজ্ঞান দ্বারাই অনেক বেশি কার্য্য এবং দেশের প্রভূত ধনাগমের আনুকূল্য করা যাইতে পারে। সুতরাং এই প্রকৃষ্ট প্রণালীতে শিক্ষাদান আমি সর্ব্বতোভাবে গৃহিত বিবেচনা করি এবং গভর্নমেন্টকে নির্ব্বান্ধাতিশয্য সহকারে অনুরোধ করি।””

বাংলাদেশ তো বটেই,সারা ভারতেই অক্ষয় কুমার মৈত্রেয়র মতো প্রতিভাধর বাঙালী বিরল। অথচ তার মৃত্যুর ৮৭ বছর পরও এদেশে তার কোনো স্বীকৃতি মেলেনি।

spot_img

আরও পড়ুন

শহীদ ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীয়...

জুনে প্লট বরাদ্দ, বছর শেষে শিল্পকারখানা স্থাপনের লক্ষ্য

পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ইপিজেডে বালু ভরাটের কাজ শেষ...

প্রেস ক্লাবের সহসভাপতি ও সদস্য পদে নির্বাচন সম্পন্ন

ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত...

দিপু হত্যা মামলায় আরও এক মূল অভিযুক্ত আটক

ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত...

ইরানে বিক্ষোভে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ইরানের রাজধানীর কাছে বিক্ষোভ চলাকালীন একজন পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাতে...

এলপিজি ভ্যাট-ট্যাক্স কাঠামো পুনঃনির্ধারণের সুপারিশ

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর ক্রমবর্ধমান সংকট ও মূল্য...

সুন্দরবনে ডাকাতি ও অপহরণ চক্রের বড় হোতা আটক

সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা মাসুম মৃধা (২৩) কে...

ডিসেম্বরের বেতন পেলেন এমপিও শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার...

অস্ত্রসহ মেহেরপুরে অনলাইন জুয়ার কারবারি আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ বিল্লাল হোসেন...

ভেনেজুয়েলা ও ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার অদ্ভুত প্রস্তাব

২০১৯ সালে রাশিয়া যুক্তরাষ্ট্রকে এমন একটি অদ্ভুত প্রস্তাব দিয়েছিল,...

বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র রুখে দিলো গোয়েন্দা সংস্থা

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরেকে হত্যার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র...

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখার...

মার্কিন অভিযানে ১০০ জন নিহত: ভেনেজুয়েলার মন্ত্রী

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের উদ্দেশ্যে চালানো এক মার্কিন...

যুদ্ধের গুহা থেকে আল-আজহারের শীর্ষপদে, মানবতার নেতা ড. আহমেদ তৈয়ব

ইতিহাস কিছু মানুষকে কেবল জন্ম দেয় না, সময়ের কঠিন...
spot_img

আরও পড়ুন

শহীদ ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। তারা কোনো...

জুনে প্লট বরাদ্দ, বছর শেষে শিল্পকারখানা স্থাপনের লক্ষ্য

পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ইপিজেডে বালু ভরাটের কাজ শেষ হয়েছে। এর ওপর ভিত্তি করেই দ্রুত গতিতে এগোচ্ছে সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ। বিদ্যুৎ, পানি...

প্রেস ক্লাবের সহসভাপতি ও সদস্য পদে নির্বাচন সম্পন্ন

ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান আয়োজন...

দিপু হত্যা মামলায় আরও এক মূল অভিযুক্ত আটক

ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় ইয়াছিন আরাফাত (২৫) নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার...
spot_img