Friday, January 30, 2026
26 C
Dhaka

যানজট আর ট্রাফিক সিগন্যালই যাদের জীবিকা

ট্রাফিক সিগন্যালে থামার সংকেত (লাল বাতি কিংবা ট্রাফিক পুলিশের ইশারা) পেয়ে যখন গাড়িগুলো থেমে যায়, তখন চলতে শুরু করে কিছু মানুষের জীবিকার চাকা। ঠান্ডা পানি, শসা, গাজর, চিপস, বাদাম, শিক্ষা উপকরণ, ফুলসহ নানা পণ্য নিয়ে সেখানে চলে তাদের প্রতিদিনের জীবিকাযুদ্ধ।

ঢাকার রাস্তায় চলতে গিয়ে যানজটের মুখোমুখি হতেই হবে এটা এখন নিত্যনিয়তি রাজধানীবাসীর। সেই যানজট আবার আহারের জোগান দেয় কিছু মানুষের।

রাজধানীতে পথশিশু ও ছিন্নমূল মানুষের সঠিক পরিসংখ্যান কারো কাছেই নেই। তবে, ঢাকার রাস্তায় তাদের যে উপস্থিতি তাতে সংখ্যাটা যে বিশাল-বিপুল হবে, সেটা আন্দাজ করা যায়। হতদরিদ্র এই মানুষগুলোর আয়ের একটি বড় উৎস রাজধানীর বিভিন্ন ট্রাফিক সিগন্যাল পয়েন্ট। কোনো গন্তব্যে যাওয়ার পথে যানজটে আটকা থাকা কিংবা ট্রাফিক সিগন্যালে থেমে থাকার সময় যাত্রীদের কানে আসে ওই মানুষগুলোর হাঁকডাক- ‘এ…ঠান্ডা পানি, জুস’, ‘শসা-গাজর’, ‘৫ টাকা ১০ টাকা চিপস’।

রাজধানীর বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে প্রতিদিনের জীবিকাযুদ্ধ সবুজের। তিরিশের বেশি বয়সী সবুজ তিন সন্তানের জনক। ঢাকার সিগন্যাল পয়েন্টে তার জীবিকার সংযোগ ১০ বছরের। বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস ফেরি করেন তিনি। কেননা সব সময় তার আয়-রোজগার সমান হয় না। মাঝে মাঝে বেশ মন্দা যায় ব্যবসা। তখন সময়ের চাহিদা বুঝে পণ্য বদলান তিনি।

গরমের চাহিদা মেটাতে সবুজ এখন বিক্রি করেন হাতপাখা। কল্যাণপুর পোড়া বস্তির বাসিন্দা সবুজ ঢাকাটাইমসকে বলেন, ‘কয়েক দিন ধরে বেচাকেনা খারাপ। ১০-২০টা বেচি। গরম বেশি পড়লে কোনো দিন ১০০-১২০টাও বেচছি। গরম বাড়লে বেচাকেনাও বাড়বে।’ আশা সবুজের।

সবুজেরা সময় বুঝে পণ্য বদলালেও খুশির মতো শিশুরা তা করতে পারে না। এদের কাছে সহজলভ্য হলো ফুল। তাই এটিই এদের সব সময়ের পসরা-পণ্য।

বিজয় সরণি সিগন্যালে গোলাপ ফুল বিক্রি করে নয়-দশ বছরের মেয়ে খুশি। সিগন্যাল পয়েন্টে লাল বাতি জ্বলে উঠলে কিংবা ট্রাফিক পুলিশ গাড়ি থামার সংকেত দিতেই শশব্যস্ত হয়ে পড়ে সে। ছুটে যায় সিগন্যালে দাঁড়ানো গাড়িগুলোর দিকে। একটার পর একটা কাচের সামনে তুলে ধরে তার ফুলের পসরা। আকুল চোখে তাকায় গাড়ির ভেতরে বসা যাত্রীদের দিকে, যদি কেউ দু-একটা ফুল নেয় তার কাছ থেকে। বিনিময়ে যা পাবে তা যে দরিদ্র মায়ের সংসারে বড় প্রয়োজন। এই বয়সেই খুশি হয়ে উঠেছে পরিবারের অর্থ জোগানোর সদস্য।

ট্রাফিক সংকেত পেয়ে গাড়ি চলতে শুরু করলে ফুটপাতে উঠে আসে খুশি। তখন তার সঙ্গে আলাপ হয় এই প্রতিবেদকের। কেমন বিক্রি হয়- জানতে চাইলে ফুল পসারী খুশি বলে, ‘কেউ কেনে, কেউ কেনে না। জোর করলেও অনেকে কেনে না। কয়েকজনে আবার ফুল নেয় না, ট্যাকা দিয়া যায়।’

টাকা দিয়ে কী করো? খুশির জবাব, ‘ট্যাকা মায়রে দেই, মায় বাজার করে। আব্বায় নাই, আমগো হালাইয়া থুইয়া গেছে গা।’

রাজধানীর মহাখালী সিগন্যালে পানি বিক্রেতা বশির ও মনির। একই স্থানে পানি বিক্রেতা পাওয়া গেল আরো কয়েকজনকে। গরমে ঠান্ডা পানির চাহিদা বেশি। তাই অধিকাংশ হকারই এখন বিক্রি করছেন ‘জীবনের অপর নাম’ পানি।

দুই বছর ধরে এখানে পানি বিক্রি করছেন বশির। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘ব্যবসার শুরু থাইকা গরমে পানি বেচি। শীতে অন্য কাম করি। পানি বেইচা ডেলি থাকে চার-পাঁচ শ টাকা।’

কদিন আগেও শসা-গাজর বেচতেন মনির। এখন ফেরি করেন পানি। তিনি বলেন, ‘এখন গরম না অনেক। পানি বেশি চলে। ঠান্ডা পানি সবাইর লাগে। এর লাইগা পানি বেচি। ডেইলি পাঁচ-ছয় কেইস (প্রতি কেইসে ২৪টি) বেচি। মাঝে মাঝে বেশিও যায়। বাসে উডলে বেশি বেচা হয়।’

তাদের কি কোনো ‘ট্যাক্স’ দিতে হয় না? হয়। তবে সরকারি ট্যাক্স না। মনির যেমন বলেন, ‘বাসে উঠলে পরে হ্যালা হেলপারদের টাকা দিতে হয়। তখন লাভ বেশি থাকে না।’ কিন্তু এ ছাড়া উপায়ও নেই মনিরদের। হেলপারদের দাবি না মেটালে পরবর্তী সময়ে ওই বাসে আর উঠতে দেয়া হয় না তাদের।

spot_img

আরও পড়ুন

ভুল বোঝাবুঝি কমানোর সহজ কৌশল

সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক গভীর হয়, তবে সম্পর্ক মানেই...

এআই যুক্ত ইমেইলে বাড়ছে গোপনীয়তা বিতর্ক

গুগল জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা যুক্ত করেছে। ‘জেমিনি’...

দুনিয়াতে সুখী থাকার ইসলামী নির্দেশনা

জীবনে মানুষ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। হতাশা ও দুশ্চিন্তা...

নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকার মানসিকতা

নিজেকে অগ্রাধিকার দেওয়া বা নিজের অনুভূতির কথা বলার জন্য...

কিশোর সুরক্ষায় এআই ব্যবহারে বিরতি মেটার

কিশোর ব্যবহারকারীদের জন্য এআই চরিত্র ব্যবহারের সুবিধা সাময়িকভাবে বন্ধ...

ভালো মুসলিম হওয়ার চারটি গুণ

ভালো মুসলিম হওয়ার প্রথম শর্ত হলো আল্লাহর একত্ববাদ, নবী-রাসুল,...

শীতকালীন স্যুপের স্বাস্থ্য উপকারিতা

শীতের ঠান্ডায় এক বাটি স্যুপের চেয়ে আরামদায়ক খাবার কমই...

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে মামলা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সামাজিক যোগাযোগমাধ্যমের কিশোরদের উপর প্রভাব নিয়ে...

বিশ্বে মসজিদ সংখ্যায় শীর্ষে ইন্দোনেশিয়া

বিশ্বে সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে? সাধারণ ধারণা করা...

এই ভুলগুলো না করলে মা ও শিশু নিরাপদ

গর্ভাবস্থা নারীর জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়। এটি উত্তেজনা, পরিবর্তন এবং...

২০৩০ সালের লক্ষ্য: এক কোটি প্রশিক্ষিত কর্মী

যুক্তরাজ্য সরকার কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা বৃদ্ধির জন্য...

প্রকৃত বিশ্বাসকে কীভাবে মাপা যায়

শুধু মুখে আল্লাহর ওপর বিশ্বাস থাকা যথেষ্ট নয়। ইসলামি...

কখন শিশুদের আচরণ স্বাভাবিক মনে হয়

প্রতিটি বাবা-মায়েরই কখনও না কখনও উদ্বেগ হয়, যখন তাদের...

এআই লেখা শনাক্ত করা কেন কঠিন

প্রযুক্তির অগ্রগতিতে সত্য আর মিথ্যার সীমারেখা দিন দিন ঝাপসা...
spot_img

আরও পড়ুন

ভুল বোঝাবুঝি কমানোর সহজ কৌশল

সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক গভীর হয়, তবে সম্পর্ক মানেই সবসময় সুখ আর হাসিতে ভরা থাকবে—এমন নয়। সম্পর্কে থাকাকালে নানা কারণে মনোমালিন্য ও মতবিরোধ দেখা...

এআই যুক্ত ইমেইলে বাড়ছে গোপনীয়তা বিতর্ক

গুগল জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা যুক্ত করেছে। ‘জেমিনি’ নামের এআই সহকারীর মাধ্যমে এখন ইমেইল খোঁজা, করণীয় তালিকা তৈরি এবং দ্রুত উত্তর লেখার কাজ...

দুনিয়াতে সুখী থাকার ইসলামী নির্দেশনা

জীবনে মানুষ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। হতাশা ও দুশ্চিন্তা অনেক সময় মনকে আচ্ছন্ন করে ফেলে। ইসলাম মানুষকে হতাশ হতে নিষেধ করে এবং আল্লাহর ওপর...

নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকার মানসিকতা

নিজেকে অগ্রাধিকার দেওয়া বা নিজের অনুভূতির কথা বলার জন্য অনেক সময় মানুষ অপরাধবোধে ভোগে। সামাজিকভাবে মনে করা হয়, সব বিষয়ে ক্ষমা চাওয়াই বিনয়। তবে...
spot_img