Home চিত্র বিচিত্র ফিচার শুরুটা রোমান্টিক হলেও শেষ ছিল অনাকাঙ্ক্ষিত

শুরুটা রোমান্টিক হলেও শেষ ছিল অনাকাঙ্ক্ষিত

0

তানভীর ইবনে করবিরঃ

একমাত্র টিউশনিটা হারিয়ে বন্ধুর কাছে বুদ্ধি চেয়েছিল তন্ময়। বন্ধু মজার ছলে বলেছিল “যা ছিনতাই কর”। এটাই পছন্দ হলো তন্ময়ের। রান্না ঘর থেকে একটি ছুড়ি নিয়ে বেড়িয়ে পরল ছিনতাই করতে। সবাই কে দিয়ে কি আর সব কিছু হয়? তন্ময় ভয়ে ভয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সিফাতের রিকশা রুখে দাঁড়ালো।

ছিনতাইকারী তো টাকাপয়সা, মোবাইল-ফোন কিছুই চাই না। কি চাই এই ছিনতাইকারী? এতো দেখি চাকরি চাই! অন্যরকম ছিনতাইকারী। শিক্ষিত বেকার চাকরি ছিনতাইকারী। ব্যাপার টা একটু হাস্যকর না?

বলছিলাম ‘মেয়েটার ছেলেটা’ নাটকের শুরুর গল্প। বাংলা নববর্ষ উপলক্ষে জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ অনলাইন প্লাটফর্ম ইউটিউবের জন্য নির্মাণ করেছেন নাটক ‘মেয়েটার ছেলেটা’। নাটকের তন্ময় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। আর তার সাথে সিফাত চরিত্রে জুটি মিলিছেন জনপ্রিয় আরেক অভিনেত্রী সাফা কবির।

মধ্যবিত্ত পরিবারের সন্তান তন্মম। ছোট বেলায় বাবা কে হাড়িয়েছে সে। মা কে নিয়েই ছোট থেকেই সংগ্রামের পথ চলা। আর গল্পের শুরুটা তো প্রথমেই বলেছি। তন্ময় কি চাকরি ছিনতাই করতে পেরেছিল?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা বান্নাহ। চাকরি ছিনতাই করতে ব্যর্থ তন্ময়! ঘটনা ক্রমে যার থেকে চাকরি ছিনতাই করতে গিয়েছিল তার সাথেই দেখা। আর তার ছোট ভাইয়ের টিউশনি করানো শুরু করল সে।

টিউশনির ফাঁকেফাঁকে সিফাতের সাথে গল্প আর চায়ের আড্ডাটা ভালই চলছিল। এখান থেকেই শুরু, দুজনে একে অপরের প্রতি ভাল লাগা থেকেই ভালসাবার পরিণয়। ভালবাসার কথাটা সিফাত আগে বললেও তন্ময়ও সিফাত কে ভালবাসত। এরপর শুরু হয় ভালবাসা পথচলা।

তবে তাদের ভালবাসাতে কাঁটা হয়ে দাঁড়ালো সিফাতের বাবা। অদ্ভুত শর্ত জুড়ে দেয় সিফাতের বাবা। তারপর? তারপর সিফাতের বাবা তার বিয়ে ঠিক করে অন্য একজনের সাথে। শেষ পর্যন্ত কার সাথে বিয়ে হয়েছিল সিফাতের? আদৌ বিয়ে হয়েছিল তো?

এই উত্তরটাও দিয়েছেন নির্মাতা। বিয়ের রাতে সিফাত কে নিয়ে পালালেও শেষ রক্ষাটা আর হয় নি। কি এমন হয়েছিল সেই রাতে? তৃষ্ণার্ত সিফাতের জন্য পানি আনতে যাচ্ছিল তন্ময়। তবে পানি নিয়ে তন্ময় আর ফিরতে পারে নি সিফাতের কাছে।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রকি খান, রত্না খান, সিয়াম নাসির, শিল্পি সরকার অপু, সাদমান সারার জায়ান।

গল্পটিতে নির্মাতা বান্নাহ মধ্যবিত্তের ভালবাসার চিত্র তুলে ধরেছেন। গেল সময়ের আলোচিত নাটক ‘বড়ছেলে’ তে যেমন মধ্যবিত্তের জয়গান গেয়েছেন ‘মেয়েটার ছেলেটা’ তেও এমনটাই দেখা গেছে।

সামাজিক যোগাযোগ ম্যাধমের ব্যাপক সাড়া ফেলেছে ‘মেয়েটার ছেলেটা’। নাটকটি ওজন এন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। টানা তিনদিন বাংলাদেশে ইউটিউব শীর্ষে ছিল নাটকটি। নাটকটি মুক্তির সময় তেমন আলোচিত না হলেও বর্তমানে এটি বহুলালোচিত।

গল্পের শুরুটা ছিল বেশ রোমান্টিক। মাঝের দিকে নির্মাতা তুলে ধরেছেন মধ্যবিত্তের ভালবাসা। একদিনে যেমন সংসার চালানোর চিন্তা অপর দিয়ে ভালবাসার মানুষটিকে আপন করে পাওয়ার ভাবনা। তবে শেষটা ছিল মর্মস্পর্শী। ভালবাসার মানুষটিকে পেয়েও হারালো সিফাত। তবে এবার হারালো সারাজীবনের জন্য।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version