গোলাম মোর্শেদ সীমান্ত
প্রশংসায় ভাসছে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের যদি একদিন ছবির দ্বিতীয় গান লক্ষীসোনা। গানটি আরটিভি মিউজিকে প্রকাশ করা হয় ৩ জানুয়ারি। ইতিমধ্যেই ১১ লক্ষ মানুষ গানটি দেখছে ইউটিউবে। লক্ষীসোনা গানটির কথা লিখেছেন এস এ হক অলিক এবং গানটিতে কন্ঠ দিয়েছেন হৃদয় খান। গানটির ভিডিও চিত্রে অভিনয় করেছে তাহসান খান এবং শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছে আফরিন শিখা রাইসা। লক্ষীসোনা গানটিতে পরিচালক ফুটিয়ে তুলতে চেয়েছেন বাবা – মেয়ের মধ্যকার ভালোবাসর সম্পর্কের একটি চিত্র ।
যদি একদিন ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এবং নিবেদন করেছে জয়া। যদি একদিন ছবিতে অভিনয় করেছে কলকাতার শ্রাবন্তী, তাহসান খান, তাসকিন সাবেরী আনম,মাসুম বাশার,মিলি বাশার সহ আরো অনেকে এছাড়াও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা। কন্ঠশিল্পী তাহসান ছোট পর্দায় নিয়মিত কাজ অভিনয় করলেও বড় পর্দায় এটাই তার প্রথম কাজ।
পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ভালোবাসা, অনূভূতি, বন্ধন, পরিবার নিয়েই যদি একদিন ছবিটি। পরিচালক জানান ছবিতে আরো ৩টি গান রয়েছে প্রতিটি গানই ছবির গানের সাথে মিল করে বানানো হয়েছে আর সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে আমার আপনার ছবি ” যদি একদিন “।