দক্ষিণী চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তামান্না ভাটিয়া। একসময় ধারণা করা হত, ৩০-এর কোঠা পার করলে অভিনেত্রীদের আর তেমন লাস্যময়ী বা প্রধান চরিত্রে কাস্ট করা হয় না। কিন্তু তামান্নার অভিজ্ঞতা এ ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বয়স বড় কোনো বাধা নয়, বরং শিল্পে নতুন সুযোগ তৈরি হচ্ছে।
তামান্না বলেছেন, ‘আমি মনে করতাম, ১০ বছর কাজ করব, ৩০-এ পা দিলেই সংসার শুরু করব, বাচ্চা মানুষ করব। কারণ আগে কমবয়সী অভিনেত্রী ছাড়া কাস্ট করা হত না। সেই সময়ের ট্রেন্ড দেখেই আমি এমন পরিকল্পনা করেছিলাম। কিন্তু বাস্তবে এসে দেখছি, শিল্পে বয়সের সঙ্গে সঙ্গে নতুন ধরণের চরিত্রের সুযোগ এসেছে। ৩০ পার করার পরেও আমি অনেক চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছি। ইন্ডাস্ট্রিতে আমার অনেক কিছু দেওয়ার বাকি আছে।’
তিনি আরও জানান, দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে এখন তিনি বুঝতে পেরেছেন, কাজের ধরন এবং চরিত্রের ধরন পাল্টেছে। ‘এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। এই চরিত্রগুলোর পর্দায় যথেষ্ট গুরুত্ব রয়েছে, গল্পের সার্থকতা বাড়াচ্ছে। দর্শকও এই নতুন চরিত্রগুলোকে গ্রহণ করছে।’
তামান্না মনে করেন, বর্তমান সময়ে বয়সের ওপর সীমাবদ্ধতা আর নেই। বরং অভিজ্ঞতা, দক্ষতা এবং চরিত্রের গভীরতা এখন প্রধান ফোকাস। তিনি নিজেও এমন নতুন চরিত্রের সুযোগ গ্রহণ করে নিজের শিল্পজীবনকে আরও সমৃদ্ধ করছেন। তার বক্তব্য, ‘যে বয়সকে আগে সীমাবদ্ধতা হিসেবে দেখা হতো, এখন সেটি নতুন সুযোগ এবং দৃষ্টিভঙ্গি তৈরির পর্যায়। আমার শিল্পকে আরও কিছু দেওয়ার আছে—এটাই এখন আমার লক্ষ্য।’
সিএ/এমআর


