ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি মালয়েশিয়ায় উদযাপন করেছেন তার জন্মদিন। রঙিন সাজে, প্রিয়জন ও সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে জন্মদিনের মুহূর্তগুলো তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুরে ঘনিষ্ঠ সহকর্মীদের উপস্থিতিতে পরীমণির জন্মদিনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের কস্টিউম ডিজাইনার ও সহকর্মী গোলাম হোসেন। তিনিই নিজের ফেসবুক পেজে জন্মদিনের ছবি প্রকাশ করেন এবং নায়িকাকে উদ্দেশ্য করে লিখেন, “আমার অর্ধেক জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। এই জন্মদিনটা জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে। আই লাভ ইউ, উই লাভ ইউ—শুভ জন্মদিন আমাদের সবার পরী।”
এই আবেগপূর্ণ পোস্টে সাড়া দিয়ে পরীমণিও মন্তব্য করেন, “তুমি একটা আমি!”, সঙ্গে তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি যোগ করেন।
অনেকদিন ধরেই পরীমণি ও গোলাম হোসেনের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ভ্রমণ, নাচ, কিংবা বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের ছবিগুলো ঘিরে নানা জল্পনা তৈরি হয়। তবে পরীমণির ভক্তরা মনে করেন, তাদের সম্পর্ক নিছক বন্ধুত্বের, যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসাই মুখ্য।
চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি পরীমণি এখন নিয়মিত অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ইভেন্ট ও ফটোশুটে। জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় তার এই উদযাপন ছিল অনেকটাই ব্যক্তিগত, তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।
সিএ/এমআর


