মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী পলক মুচ্ছল। ৩,৮০০ জন দরিদ্র শিশুর হার্ট সার্জারির সমস্ত খরচ বহন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম জানায়, অল্প বয়স থেকেই সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন পলক। ২০১১ সালে ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। এই সংস্থার মাধ্যমে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিশুদের হার্ট সার্জারির ব্যয়ভার বহন করছেন দীর্ঘদিন ধরে।
নিজের মানবিক উদ্যোগ সম্পর্কে পলক এক সাক্ষাৎকারে বলেন, “খুব ছোট করে শুরু করেছিলাম এই উদ্যোগ, যার ফলে এক সাত বছরের শিশুর জীবন বাঁচাতে পেরেছিলাম। সময়ের সঙ্গে এটাই আমার জীবনের সবচেয়ে বড় মিশনে পরিণত হয়েছে।” তিনি আরও জানান, তার প্রতিটি কনসার্টের আয় ব্যয় হয় শিশুদের চিকিৎসা খাতে, বিশেষ করে হৃদরোগে আক্রান্তদের অস্ত্রোপচারের জন্য।
মাত্র সাত-আট বছর বয়সেই সমাজের অসহায় মানুষের জন্য কাজ করার সংকল্প নেন পলক। ছোটবেলাতেই কার্গিল যুদ্ধে আহত সৈন্যদের চিকিৎসা সহায়তার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন তিনি। সেখান থেকেই শুরু হয়েছিল তার মানবিক যাত্রা, যা আজ বিশ্ব স্বীকৃতি পেয়েছে গিনেস বুকে।
সঙ্গীতের পাশাপাশি মানবতার সেবায় পলকের এই ভূমিকা এখন অনুপ্রেরণার প্রতীক। তার প্রচেষ্টা শুধু জীবন বাঁচানোই নয়, সমাজে দয়া, সহানুভূতি ও মানবিকতার চেতনাকে আরও প্রসারিত করছে।
সিএ/এমআরএফ


