Friday, October 3, 2025
30.3 C
Dhaka

মাতা মেরীর প্রাঙ্গণঃ নটরডেম কলেজ

মৈনাক কুমারঃ-

জীবনের শ্রেষ্ঠ কিছু মূহুর্ত কাটিয়েছি নটরডেম কলেজে। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের যান্ত্রিক জীবন ফেলে এ যেনো এক নতুন প্রাণোচ্ছল নৈসর্গিক ভূবন। আমার স্কুল জীবন কেটেছে আইডিয়াল স্কুল এন্ড কলেজে, তার পাশেই নটরডেমের ক্যাম্পাস।নটরডেম কলেজের আশেপাশে দিয়ে অনেক যাওয়া-আসা হয়েছে,বাবা-মা বলতেন এখানে বাংলাদেশের সেরা শিক্ষার পরিবেশ রয়েছে,তখন থেকেই এখানে পড়ার সুপ্ত বাসনা তৈরী হয়েছে। প্রথমবারের মতো নটরডেম প্রাঙ্গণে ঢোকার সুযোগ পাই ক্লাস এইটে পড়ার সময়।সেবার নটরডেম কলেজের কোনো এক ফেস্টে পার্টিসিপেন্ট হিসেবে অংশ নিয়েছিলাম। গেট দিয়ে প্রবেশ করেই দেখা গেল একটা ম্যুরাল চিত্রকর্ম, একজন মা তার শিশুকে অক্ষরজ্ঞান দিচ্ছে।

তারপর আস্তে আস্তে পুরো নটরডেম প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে অভিভূত হওয়ার মাত্রা ক্রমেই বাড়তে লাগল।প্রায় শতবর্ষী হ্যারিংটন ভবন তার সাথে লাগোয়া আর্চবিশপ গাঙ্গুলী ভবন,নির্মাণাধীন ফাদার টিম ভবন,মার্টিন হল,নাইট স্কুল,ফাদার ম্যাথিউস ভবন সবকিছুতেই কেমন যেনো এক ঐতিহ্য এর ছোয়া লেগে রয়েছে। তারপর হাটতে হাটতে গেলাম মাঠে,সতেজ ঘাস আর এতো স্বাচ্ছন্দ্যময় গাছা-গাছালি দেখে সকল ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেলো। এই ক্যাম্পাস ঘুরেই মনের সেই সুপ্ত বাসনা তীব্র বাসনায় পরিণত হয়।মন প্রাণ দিয়ে চেয়েছিলাম যাতে আমি এই কলেজে পড়ার সুযোগ পাই,সৃস্টিকর্তা আমাকে নিরাশ করেননি ২০১৭ সালে নটরডেম কলেজের ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হই। তারপর ক্লাস শুরু,নটরডেমের কলেজের যেই জিনিসটা সবচেয়ে চমকপ্রদ, তা হলো তাদের সময়ানুবর্তিতা প্রতিদিন সকাল ৮ টায় ক্লাস শুরু হতো, কখনোই তা ৮ টা ১ মিনিট বা ৮ টা ২ মিনিট হবে না।

কলেজে পেলাম ভাতৃসম কিছু বন্ধু। এমন ভাবে দিন গুলো আস্তে আস্তে কাটতে লাগলো,এর মধ্যেই আবার মতিঝিল এর বিখ্যাত জলাবদ্ধতার অববাহিকায় নটরডেম ভেসে যাওয়ার অভিজ্ঞতাও করা হয়েছে শুরুর দিনগুলোতেই।তারপর শুরু হলো কুইজ,আপনারা হয়তো অনেকেই এই কুইজ এর সাথে পরিচিত না,এই জিনিসটাই প্রতিটা নটরডেমিয়ান কে দৌড় এর উপরে রাখে। কুইজ জিনিসটা হলো একটা ছোটো খাটো টিউটেরিয়াল এক্সাম(২০/২৫ মার্ক এর এক্সাম কে ১০০ তে রুপান্তর করা হয়) এমন কুইজ এর সম্মুখীন প্রত্যেক নটরডেমিয়ান কে হতে হয় জন্মালে যেমন মরিতে হয়,তেমনি নটরডেমে ভর্তি হলে কুইজ দিতেই হয়।

মুষলধারে বৃষ্টি, নিরাপদ সড়ক আন্দোলন কিছুই এই কুইজকে থামাতে পারে নাই।এই কুইজ জিনিস টাই অন্য প্রতিষ্ঠান থেকে নটরডেমকে আলাদা করে।অভিশাপ মনে করা এই কুইজ গুলোই যে নটরডেমিয়ানদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কতোটা আত্মবিশ্বাসী করে তা বলে বোখানো যাবে না। এমন কুইজ দিতে দিতে ফুড়ুৎ করে কলেজের একাডেমিক কার্যক্রম শেষ,এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র দেবার পালা। এবার অপেক্ষা করছে,আরেক চমক।নটরডেম কলেজ কতৃপক্ষ ৮৫% উপস্থিতির নিচে কোনো ছাত্রকে প্রবেশপত্র দেয় না,তাকে যতোটুকু ঘাটতি রয়েছে তার জন্য সশ্রম মেকাপ করে প্রবেশপত্র নিতে হয়।

অনেক অপদার্থ এমন নৈসর্গিক ক্যাম্পাসে থাকতেও ক্লাস বাংক দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াত তাদেরই এটেন্ডেন্স এ ঘাটতি থাকার জন্য মেকাপ করতে হতো, বলা বাহুল্য আমিও এদের দলের একজন। আমার টেস্ট এর রেজাল্ট ভালো হওয়া সত্বেও এটেন্ডেন্স শর্ট থাকার কারণে আমার অভিভাবক তলব করা হলো।বাবা মারাত্মক কড়া,তাকে নেয়া যাবে না,এসব শুনলে তিনি আমাকে ওখানেই ঠ্যাঙানো শুরু করবেন। তাই হালকা মডারেট মা কে নিয়ে গেলাম।সেখানে গিয়ে শুনলাম আমার এটেন্ডেন্স ৬০%,অর্থাৎ ২৫% শর্ট।এখন আমাকে মেকাপ করতে হবে।

মেকাপের ধাপ দুটি: প্রথমত, প্রতি পার্সেন্টের জন্য দু ঘন্টা কাজ করতে হবে(অর্থাৎ আমার কাজ করতে হবে ২৫×২=৫০ ঘন্টা)। দ্বিতীয়ত, প্রতি পার্সেন্টের কারণে ১০০ টাকা করে জরিমানা(অর্থাৎ আমার জরিমানা ২৫০০ টাকা)। এই ধাপ গুলো পার করলেই আমি ক্লিয়ারেন্স পেপার পেয়ে প্রবেশপত্র পাবো,শুরু হলো আমার সশ্রম সাজা। আমরা ৫০-৬০ জন কালপ্রিট মিলে শুরু করলাম কাজ আমাদের কাজ ছিলো নটরডেমের ক্যাম্পাস পুরোটা ধোয়ানো,ঝরা পাতা টোকানো,কাকের মল পরিষ্কার করা,ক্যাম্পাস ঝাড়ু দেয়া ইত্যাদি।এই সব কাজে সাজার চাইতে মজা বেশী ছিলো। বন্ধুবান্ধব মিলে এইসব করার সময় যে কতো মজা করেছি, তা মনে করলে নস্টালজিক হয়ে যাই। সাড়ে ৮ দিন এর কাজ করার পেলাম ক্লিয়ারেন্স, এই জিনিসটা আমাকে শ্রমের মূল্য শিখিয়েছে, বেড়েছে এই ধরনের কাজ করা মানুষ দের প্রতি সম্মানবোধ।তারপর কলেজে ছাড়ার সময় হয়ে গেলো,দৈর্ঘ্যের দিক থেকে স্বল্প হলেও এই তাৎপর্যপূর্ণ অধ্যায়ের ইতি ঘটল।এখনো সময় পেলেই ছুটে যাই নটরডেমের প্রাঙ্গণে। ইচ্ছে করে সেই ক্লাস গুলোয় বসে ক্লাস করতে, কিন্তু কে দিবে আমায় সে সুযোগ। শেষে একটি কথা বলেই মনকে বুঝ দেই, তা হলো: Once a Notredamian, Always a Notredamian

spot_img

আরও পড়ুন

আমি ব্রিটেনের রাজা হলে রাজতন্ত্র বদলে দেব: প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ঘোষণা দিয়েছেন, রাজা হলে...

আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে

জয়পুরহাটের বাজারে সবজির দাম এখনো আকাশছোঁয়া। সাধারণ মানুষ, বিশেষ...

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে, জায়গা নিশ্চিত নামিবিয়ারও

টেস্ট খেলুড়ে দেশ হলেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি...

বিশ্বকাপে জায়গা নিশ্চিতের কঠিন পরীক্ষায় জার্মানি

সবশেষ চার ম্যাচে মাত্র একটি জয়—এই পরিসংখ্যানই জার্মান ফুটবলের...

খাগড়াছড়িতে সওজের জমি দখল করে অফিসঘর নির্মাণ

খাগড়াছড়ি পৌর বাস টার্মিনালের পাশে ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের...

৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

এনসিপির জন্য আছে খাট-সোফা-টেবিল-ফ্রিজসহ ৫০ প্রতীক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের...

এবার জুবিনের শেষ মুহূর্তের ভিডিও করা সহশিল্পী গ্রেপ্তার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আরও দুইজনকে...

নিষেধাজ্ঞার খবরে ইলিশের দাম আকাশচুম্বী

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর...

খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী

খোলামেলা মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের অভিনেত্রী...

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক...

‘এতদিন ধরে ক্রিকেট খেলে, পায়ে লাগলে এরা বোঝে না’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর জয়...

মাদক কার্টেলের সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত—...

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে।...
spot_img

আরও পড়ুন

আমি ব্রিটেনের রাজা হলে রাজতন্ত্র বদলে দেব: প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ঘোষণা দিয়েছেন, রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন তিনি। অ্যাপল টিভি প্লাসের দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার অনুষ্ঠানে অভিনেতা ইউজিন লেভিকে দেওয়া...

আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে

জয়পুরহাটের বাজারে সবজির দাম এখনো আকাশছোঁয়া। সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের ক্রেতারা চরমভাবে হিমশিম খাচ্ছেন। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে অনেকেই...

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে, জায়গা নিশ্চিত নামিবিয়ারও

টেস্ট খেলুড়ে দেশ হলেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। বাছাইপর্বে ব্যর্থ হয়ে টুর্নামেন্টের বাইরে থাকতে হয়েছিল দলটিকে। তবে এবার আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে আর...

বিশ্বকাপে জায়গা নিশ্চিতের কঠিন পরীক্ষায় জার্মানি

সবশেষ চার ম্যাচে মাত্র একটি জয়—এই পরিসংখ্যানই জার্মান ফুটবলের বর্তমান নাজুক অবস্থার প্রতিফলন। একসময় জার্মানির খেলতে নামা মানেই জয় ধরে নেওয়া যেত। তবে এবার...
spot_imgspot_img