Home সাহিত্য বুক রিভিউ গল্পটা শুধু আতিকের নয় বরং আমাদের সবার

গল্পটা শুধু আতিকের নয় বরং আমাদের সবার

0

হাসান ইনাম
শুরুতেই আতিকের সাথে পরিচিত হয়ে আসা যাক।
আতিক গল্পের প্রথম পুরুষ হাসানের বন্ধু। বলা যায় বেস্টফ্রেন্ড। একই ক্লাসে পড়ে ওরা দুজনে; মফস্বলের এক মাদরাসায়। আলিয়া মাদরাসায়। হ্যাঁ, এটা একটি আলিয়া মাদরাসার দুজন ছাত্রের গল্প।
শুধু আলিয়া মাদরাসা নয় বরং পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গল্প বলার চেষ্টা করেছি আতিকের হাত ধরে।
গল্পের বিস্তর ক্যানভাস সাজানোর পরেও আমি তুলি হাতে নিয়ে হিমশিম খেয়েছি। ভুল আঁচড়ে যেন নষ্ট না হয় এজন্য সতর্ক থেকেছি।
অনেক ছোট একটা উপান্যাসিকা এটা। তবে আমি মনে করি প্রতিটি পাঠকের পড়া উচিত। নিজের বই বলে বলছি না।
উপন্যাসিকার ভেতরের গল্প নিয়ে কিছুই বলতে চাই না আমি। পাঠক হাতে নিয়েই দেখুক, কী অপেক্ষা করছে ভিতরে।

নাম : গল্পটা আতিকের
জনরা : কিশোর উপন্যাসিকা
মূল্য : ১৪০
প্রকাশনী : জেব্রাক্রসিং
স্টল নং : ৬৬০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version