রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে টানা সোয়া পাঁচ ঘণ্টা ধরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার জায়গা হারানো শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে থাকছেন। এই দুর্যোগে কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেলুপি’ সিনেমার টিম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দেশের সব শোয়ের ‘দেলুপি’ সিনেমার টিকিটের প্রযোজকের অংশের অর্থ কড়াইল বস্তিবাসীর হাতে তুলে দেওয়া হবে। ছবির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ। দর্শকদেরও আমরা এতে শরীক করতে চাই। যারা আজ ‘দেলুপি’ দেখবেন, তাদের টিকিটের অর্থ সরাসরি বস্তিবাসীর কাছে পৌঁছে যাবে। এইভাবে দর্শকরা সিনেমা দেখার পাশাপাশি কড়াইলবাসীর পাশে দাঁড়াতে পারবেন।’
সিনেমা টিমের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ ক্ষতিগ্রস্থদের সম্পূর্ণ ক্ষতিপূরণের প্রচেষ্টা নয়, বরং বস্তিবাসীর সঙ্গে একাত্মতা প্রদর্শনের অংশ। দেশের পাঁচটি হলে ‘দেলুপি’ মুক্তি পেয়েছে। কড়াইল বস্তিবাসীর এই দুর্যোগে সবাইকে একসাথে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিনেমার টিম।
‘দেলুপি’ সিনেমার নাম এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। ওই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির কাহিনি লেখা হয়েছে।
সিএ/ইরি


