সাময়িক বিরতি কাটিয়ে নতুন সিনেমার প্রস্তুতি নিয়েছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাজের জন্য নিজেকে নতুন লুকে পরিবর্তন করেছেন এবং ওজন কমিয়ে দর্শকমহলে নজর কাড়তে সক্ষম হয়েছেন।
অপরদিকে, চিত্রনায়ক আদর আজাদ সম্প্রতি ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ সিনেমার কাজ শেষ করেছেন এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ে প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি অপু বিশ্বাস ও আদর আজাদ একই ফ্রেমে দেখা যাওয়ায় চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। সূত্র মতে, দুজনই একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করছেন এবং অন্তত দুটি সিনেমায় তাদের জুটি বাঁধা প্রায় নিশ্চিত। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি দুজনেই।
জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন আরও জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। একটি ছবিতে দেখা যায় অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। মাহফুজ কাদরী জানিয়েছেন, ছবিটি শুধুমাত্র একটি ইভেন্টের মুহূর্তের ছবি। তবু ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, অপু-আদর একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সিনেমা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস। অন্যটি পরিচালনা করবেন নামকরা একজন পরিচালক। সূত্রের মতে, একটি সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসে এবং অন্যটির কাজ নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা এখন।
অপু বিশ্বাস জানান, ‘কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কোন সিনেমা দিয়ে ফিরছি, তা আপাতত বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ আদর আজাদও একই কথা বলেন, ‘বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। তবে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক। তাই কিছু দিন অপেক্ষা করতে হবে।’
এর আগে অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘লাল শাড়ি’, আর আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’। উল্লেখ্য, আদর আজাদ আগে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন এবং এ জুটি প্রায় হাফ ডজন সিনেমায় কাজ সম্পন্ন করেছে।
সিএ/এমআরএফ


