ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার লন্ডন ভ্রমণে মুগ্ধতার ছোঁয়া ছড়ালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের পাশে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে অনুরাগীদের মাঝে।
ছবিতে অপুকে দেখা যায় একেবারে প্রাণবন্ত রূপে—পরনে ছিল সাদা কোট, ভেতরে কালো পোশাক, চোখে মানানসই রোদচশমা, আর খোলা চুলে হালকা বাতাসে উড়ে যাওয়া লকগুলো যেন সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।
ছবিগুলোর সঙ্গে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।’ তার এই রসিক মন্তব্য মুহূর্তেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
কমেন্ট বক্সে অনুরাগীরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘মাশা-আল্লাহ, অনেক সুন্দর লাগছে আপু।’ আবার কেউ লিখেছেন, ‘সত্যিই অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে।’ অনেকে আবার মজা করে লিখেছেন, “লন্ডন ব্রিজ নয়, আমরাও প্রেমে পড়েছি অপুর এই ছবিগুলোর।”
অপু বিশ্বাসের এই লন্ডন সফর ঘিরে ইতোমধ্যেই চলছে ব্যাপক আলোচনা। কেউ কেউ ধারণা করছেন, তিনি হয়তো বিদেশে কোনো নতুন প্রজেক্ট বা শুটিংয়ের কাজেও যুক্ত হতে পারেন। তবে এখন পর্যন্ত সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি অভিনেত্রী।
সিএ/এমআরএফ


