ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায়। এবার তিনি খবরের শিরোনামে এসেছেন সহকর্মী চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে এক মন্তব্যের কারণে। সম্প্রতি জায়েদ খানের সঞ্চালনায় একটি টকশোতে অতিথি ছিলেন ফারিয়া, যেখানে তিনি জানান— “জায়েদ খান এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট।”
অনুষ্ঠানে ফারিয়া বলেন, “জায়েদ ভাই দারুণ মিষ্টি মনের মানুষ। দিন দিন আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! নিয়মিত ওয়ার্কআউট করেন, ফিটনেস বজায় রাখেন— তাই স্বাভাবিকভাবেই উনি এখন দেশের অর্ধেক মেয়ের প্রিয়।”
জায়েদ খানের ব্যক্তিত্ব ও সহকর্মী হিসেবে ইতিবাচক মনোভাবেরও প্রশংসা করেন ফারিয়া। তার ভাষায়, “ওনার সঙ্গে কাজ করা মানেই হাসিখুশি পরিবেশে থাকা। যে কারো মন খারাপ থাকলে, ওনার সঙ্গে কথা বললেই ভালো হয়ে যায়।”
এছাড়া, কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন নুসরাত ফারিয়া। তিনি জানান, সফরের এক পর্যায়ে মন্ট্রিয়ালে জায়েদ খান হঠাৎ বলেছিলেন, ‘চলো হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ প্রথমে বিষয়টি মজা ভেবেছিলেন ফারিয়া, পরে দেখেন জায়েদ সত্যিই শুটিং শুরু করেছেন। “ওই দৃশ্যগুলো আসলে দারুণ মজার ছিল, কিন্তু সেগুলো চূড়ান্ত সম্পাদনায় রাখা হয়নি,” বলেন তিনি।
সিএ/এমআরএফ

                                    
