সালমান শাহর অপমৃত্যু মামলা এখন হত্যা মামলার রূপ নিয়েছে। মামলার প্রেক্ষাপটে নায়কের মৃত্যুকে ঘিরে একের পর এক ঘটনা প্রকাশ হচ্ছে। সম্প্রতি আলোচনায় আসেন মর্গের ডোম রমেশ, যিনি সালমান শাহর ময়নাতদন্ত করেছিলেন।
রমেশ জানিয়েছেন, ময়না তদন্তের সময় তিনি নিজেই নায়কের বুকে ছুরি চালিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শুয়ে থাকা মরদেহ কাটতে কাটতেও তার বিশ্বাস হচ্ছিল না যে সালমান মারা গেছেন। তিনি বলেন, সালমান শাহর ভক্ত ছিলেন এদেশের লাখ লাখ মানুষ, এবং তিনি নিজেও সেই সময় একজন ভক্ত ছিলেন।
রমেশ স্মরণ করেন, মৃত্যুর খবর পাওয়ার পর লাশ মর্গে আনা হলে হাজার হাজার মানুষ মর্গের বাইরে ভিড় জমিয়েছিল। সেখানে ছিলেন চলচ্চিত্রের বিভিন্ন নায়ক-নায়িকা ও শোবিজ জগতের নামকরা ব্যক্তিরা। সবাই অঝোরে কাঁদছিল তাদের প্রিয় নায়ক সালমান শাহর জন্য।
পুরাতন মর্গে চিকিৎসকের নির্দেশে রমেশ ময়নাতদন্ত সম্পন্ন করেন। তিনি বলেন, ফরেনসিক চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্তের সময় সবকিছুই করতে হয়। বর্তমানে অবসর যাপন করা রমেশ স্মরণ করেন, ৩৫ বছরের চাকরিতে তিনি হাজার হাজার লাশ কেটেছেন, কিন্তু সালমান শাহর লাশে হাত দেওয়ার স্মৃতি ভোলা যায় না।
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দাবি করেছিলেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে নায়কের পরিবার এ দাবি অস্বীকার করেছে। অবশেষে ২০ অক্টোবর আদালত হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।
সি.এ/এমআর


